আগামী কোরবানির ঈদে গরু টেসলার সাইবারট্রাকেই নেয়া যাবে গরু

৯৬৮ পঠিত ... ২০:৪৪, নভেম্বর ২৮, ২০১৯

গত ২১ নভেম্বর মোটরগাড়ি নির্মাতা কোম্পানি টেসলা তাদের মালবাহী নতুন মোটরযান সাইবারট্রাক বাজারে এনেছে। মূলত মালবাহী ছোট পিকআপ ভ্যানের স্মার্ট ভার্সন এটি। বাংলাদেশের বাজারে এখনো (বা অদূর ভবিষ্যতেও!) এই গাড়ি পাওয়া না গেলেও কোরবানির ঈদে গরু নিয়ে প্যারা নেয়া বাংলাদেশিরা কোরবানির ঈদে গরু বহনখাতে দেখছে নতুন সম্ভাবনা। বেশ কিছু সূত্র থেকে শোনা গেছে, গরু পরিবহনের কাজে হাট মালিকরা অলরেডি সাইবারট্রাকের প্রি-অর্ডার করে ফেলেছেন।

গরুর পেঁছনে দৌড়াতে দৌড়াতে দৌড়ে আনঅফিশিয়ালি উসাইন বোল্টকে পেছনে ফেলা কোরবান আলী জানান, 'ব্যাপারটা খুবই ভালো হইছে! এদেশের মানুষ আমাদের কষ্টটা না বুঝলেও ইলন মিয়া ভাই ঠিকই বুঝছে! দেখলাম এই গাড়ির পেছনে দারুণ এক মইয়ের মতো কি জানি আছে! গরু গাড়িতে উঠাইতেও আর ঝামেলা পোহান লাগবো না! কী একখান যন্ত্র বানাইছে ভাইয়ে!'

বাজারে সাইবারট্রাকের আসার কথা শুনে অনেকে উদ্যোক্তাখাতেও দেখছেন নতুন সম্ভাবনা। বাসা থেকে 'তুই একটা গরু' শুনতে শুনতে মনের ভুলে মাঝে মাঝে ঘাস খাওয়া এক যুবক জানান , এতদিন বাড়ি থেকে কথায় কথায় আমাকে গরু কইতো সবাই! এবার এই গরু দিয়া ব্যবসা কইরাই দেখাইয়া দিমু গরু কী জিনিস! এই ঈদে ইলন মাস্কের সাইবারট্রাক দিয়ে গরু আনা নেয়ার ব্যবসা করুম। গাড়ির দেখলাম স্পিডও ভালো! ট্রিপ মারাও যাবে বেশি! গাড়ি বেশ স্ট্রংও! গরু লাত্থি উষ্ঠা মারলেও ভচকাইবো না!'

টাইম মেশিনে আগামী কোরবানির ঈদের হাট ঘুরে ছবিটি তুলেছেন রায়ান মাহরেজ রহমান

কোরবানির সিজন বাদে অন্যসময়ও এই গাড়ি নিয়ে নানান ব্যবসার আইডিয়া শেয়ার করলেন এই উদ্যোক্তা, 'কোরবানির আগে পরে এই গাড়ি দিয়া কাপল প্যাকেজ ট্যুরও শুরু করা যাবে। পেছনে তো ফাঁকা! শুধু সুন্দর করে বিছানা দিলেই হবে!' নিজের কোম্পানির নাম 'গরুগতি' রাখবেন বলেও জানান এই যুবক।

জাবর কাটার মতো কয়েকবার 'গরুগতি গরুগতি' বলতে বলতে এই যুবক প্রস্থান করলেই ঢাকার জ্যাম থেকে মুক্ত হওয়া অন্য এক যুবক জানান, 'ব্যাপারটা দেখছি! এই গাড়ি নিয়ে তো ঢাকার জ্যামরে চ্যালেঞ্জ করা যায়! শুনলাম এই গাড়ি নাকি ভচকাইবো না! ঢাকার রাস্তায় এইটা ছাইড়া দিলে তো রাস্তা পুরাই ফকফকা কইরা ফালাইবো!'

গাড়িতেই গরু প্রাকৃতিক কাজ সেরে দিলে সেই গরুর গোবর গায়ে পড়বে কি না জানতে চান এক তরুণী! এ ব্যাপারে জানালেন তিনি আরও মতামত, 'ইলন মাস্ক যদি তার স্পেস-এক্স কম্পামির মাধ্যমে গরুর গোবরকে নিচে পড়বার আগেই মহাকাশে পাঠাইতে না পারেন তাহলে খুব একটা উপকার হইছে বলা যাবে না আসলে!'

৯৬৮ পঠিত ... ২০:৪৪, নভেম্বর ২৮, ২০১৯

Top