শীঘ্রই আসছে জনপ্রিয় গেম কল অফ ডিউটির নতুন কিস্তি Call of Duty : জাটকা warfare

৪১০ পঠিত ... ১৯:৩৯, নভেম্বর ০৯, ২০১৯

ডিম পাড়ার মৌসুম হওয়ায় ‘মা ইলিশ’ সংরক্ষণে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পদ্মায় ইলিশ ধরা বন্ধ রেখেছিল সরকার। এ সময় ইলিশ শিকার রোধে নদীর বুকে অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তেমনই একটি অভিযানের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে পড়ে অনলাইনে। ভিডিওটিতে দেখা যায়, মুন্সিগঞ্জের লৌহজং থানার পুলিশ দুরন্ত গতির স্পিডবোটে করে হলিউডি স্টাইলে ধাওয়া করছে ইলিশ শিকারিদের। এ সময় লৌহজং থানার ওসি আলমগীর হোসেন ‘গুলি কর, গুলি কর’ বলে সরব ছিলেন। 

গেমের দুনিয়ার অন্যতম জনপ্রিয় সিরিজ ‘কল অফ ডিউটি’র নতুন কিস্তি আসছে এই অভিযানকে কেন্দ্র করেই। নিজেদের কর্তব্যের ডাকে এমন স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়ার ব্যাপারটি নিয়েই তৈরি হতে যাচ্ছে সামাজিক-অ্যাকশনধর্মী গেম ‘কল অফ ডিউটি: জাটকা ওয়ারফেয়ার’। রাশিয়া, যুক্তরাষ্ট্র ইত্যাদি পরাশক্তির মধ্যে চলমান বিরোধ নিয়ে এই সিরিজের আগের গেমগুলো নির্মিত হলেও, এবারের গেমটি সম্পূর্ণই আলাদা। 

হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে নাম বদলে ফেলে পদ্মায়, যা তার সুবিশাল জলরাশি নিয়ে মিলিত হয় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে থেকে ডিম পাড়তে আসে ইলিশ। আর সেই ইলিশকে রক্ষাই গেমটির মূল চ্যালেঞ্জ। গেমটিতে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হয়ে রুখে দিতে হবে ইলিশ শিকার। নদীকে রাখতে হবে জলদস্যুমুক্ত। এই মিশনে একজন গেমারকে প্রতি পদে সম্মুখীন হতে হবে কঠোর সব চ্যালেঞ্জের। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে হতে হবে সফল। অবশ্য কেউ চাইলে জলদস্যু চরিত্র নিয়েও খেলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পালাতে হবে পুলিশের হাত থেকে। 

এই ফার্স্ট-পার্সন শুটার গেমটি খেলতে আপনার কম্পিউটারে থাকতে হবে অত্যাধুনিক প্রসেসর ও র‍্যাম, সাথে উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ডও।

দীপ্তেশের বানানো একটি ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে গেমের ট্রেইলারটি নির্মাণ করেছেন ইব্রাহীম সৈকত

 

৪১০ পঠিত ... ১৯:৩৯, নভেম্বর ০৯, ২০১৯

Top