পরীমনির ছবির কমেন্টবক্সে তরুণদের তুমুল ধাক্কাধাক্কি ও সংঘর্ষে আহত ৬৯

৩৪২৯ পঠিত ... ২২:০৩, নভেম্বর ০৩, ২০১৯

গত দুই নভেম্বর জনপ্রিয় নায়িকা পরীমনি তার ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন। আবেদনময়ী সেই ছবি লোড হওয়ার পর অনেকেরই মোবাইল-ল্যাপটপের স্ক্রিন ঝলসে যায়। আগে থেকেই ব্রাইটনেস বাড়িয়ে রাখায় কয়েকজন প্রায়ান্ধ (প্রায় অন্ধ) হয়ে যান বলেও জনমুখে শোনা যায়। তবে সবকিছু ছাপিয়ে কে কার আগে লাভ দিতে পারেন তাই নিয়ে শুরু হয় ফ্যানদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অতঃপর সেই ছবির কমেন্টবক্সে তরুণদের প্রচন্ড ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন (মানসিকভাবে) বলে জানা গেছে।

ঘটনাস্থলে (ছবির কমেন্টবক্সে) গিয়ে দেখা যায়, বিভিন্ন কমেন্টে সেখানে টুকরো টুকরো সংঘর্ষ চলছে। এক ডেডিকেটেড পরীমনি ভক্তের 'মাই লাভ' কমেন্টে দেখা যায় একটি রিপ্লাই 'ওই ব্যাটা, ও তোর ভাবী লাগে।' সেখানে আবার জেএসসি পরীক্ষার্থী এক কিশোর রিপ্লাই দেয়, 'ওই অফ যা, তোগো দুইজনেরই ভাবী।' এই পর্যায়ে সেখানে প্রথমজনের গার্লফ্রেন্ড এসে উপস্থিত হওয়ায় (অন্য একজন বন্ধুর দ্বারা মেনশন্ড হয়ে) সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ওদিকে এক উত্তেজিত (বিভিন্ন ধরনের উত্তেজনায়!) যুবক কমেন্টে জানান, 'আমি সবার আগে লাভ দিছি। পারলে সবার আগে লাভ দিয়ে দেখান!' এই পর্যায়ে তিনি ফটো কমেন্ট করে একটি কালার প্রিন্ট করা টপ ফ্যান ব্যাজ দেখান। অন্যদিকে আরেক তরুণ নিজের ফার্স্ট কমেন্টের স্ক্রিনশট দেখিয়ে বলেন, 'আমি আমার মনের কথা বিভিন্ন সেলিব্রেটিদের থেকে কপি করে রেখে দিই পরীর ছবিতে ফার্স্ট কমেন্ট করার জন্য। এমনকি 'অটো কমেন্ট'ও আমার আগে কমেন্ট করতে পারে না।'

একজন শান্তিবাদী লোক 'কেউ ঠেলাঠেলি করবেন না, সবাইকে লাভ দেয়ার সুযোগ...' বলতে বলতে উত্তেজিত (আপনি যেটা ভাবছেন, সেটাই) তরুণদের ধাক্কায় নিচে পড়ে যান।

এছাড়া পরীমনির ছবিতে লাভ দেয়াকে কেন্দ্র করে সারা দেশজুড়ে ৬৯টি ব্রেকাপের ঘটনা ঘটেছে৷ মুমূর্ষু অবস্থায় আছে ৮৩টি রিলেশন। এ ব্যাপারে সদ্য ছ্যাঁকা খাওয়া এক প্রেমিক স্ট্যাটাসে জানান,
'এই পৃথিবীতে যাহা কিছু আছে চির ভালোবাসার,
অর্ধেক পরীমনির জন্য, অর্ধেক প্রেমিকার।'
ফলস্বরূপ প্রেমিকার আইডি থেকে গালি সমেত ব্লক খান এই ওপেন মাইন্ডেড প্রেমিক।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পরীমনির পোজে ছবি তুলতে গিয়ে ঠ্যাং ভেঙে তিন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

লেখা: মাহমুদ হাসান

৩৪২৯ পঠিত ... ২২:০৩, নভেম্বর ০৩, ২০১৯

Top