ঋণখেলাপি টু রেমিট্যান্স কনভার্টার আবিষ্কার করায় অর্থদুর্নীতিতে নোবেল পাচ্ছেন শাহজাহান বাবলু

৯১৬ পঠিত ... ১৯:৩০, অক্টোবর ০৯, ২০১৯

টোরাকাটা টাইলস রপ্তানি করবেন বলে কমার্স ব্যাংক থেকে ১৯০ টাকা ঋণ নিয়েছেন। টাকাগুলো বিদেশে পাচার করার জন্য ঋণ আদেশ এনেছেন ৪টি ভূয়া বিদেশি ব্যাংক থেকে। বাংলাদেশ থেকে বিদেশি ভূয়া কোম্পানির নামে টাকা পাচার করার রেকর্ড বেশ কয়েকবার থাকলে বিদেশি ভূয়া ব্যাংক দেখিয়ে টাকা পাচার করার ক্ষেত্রে তিনিই প্রথম। এরপর নিজের সুবিধামতো সেই টাকা নিজের কব্জায় নিয়ে নিয়েছেন। শোধ করেননি, কমার্স ব্যাংকের ১৯০ কোটি টাকা। তথ্যসূত্র: প্রথম আলো, ১৯ জুলাই।

এটুকু পর্যন্ত হয়তো থেমে থাকতে পারতো এসবি এক্সিম নামক কোম্পানির চেয়ারম্যান শাহজাহান বাবলুর অর্জন। কিন্তু থামেননি বাবলু। বৈশ্বিক অর্থনীতিতে যে নিয়ে আসবেন যুগান্তকারী পরিবর্তন, যে আবিষ্কার করবেন নোবেল পাওয়ার মতো অর্থনীতির থিওরি সে কীভাবে এত অল্পতে থেমে যান! পাচার করা সেই টাকা আবার বিদেশ থেকে জনতা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়েছেন বৈধ প্রবাসি আয় হিসেবে। অবৈধ টাকাকে বৈধ করেছেন। বিদেশ থেকে বৈধ পথে দেশে বড় অংকের টাকা পাঠিয়ে পেয়েছেন রেমিট্যান্স পদকও। কিন্তু একই অর্থ পাচারের মামলায় পলাতক থাকায় তিনি পুরস্কার গ্রহণ করতে আসেননি।

তবে, eআরকি গবেষণায় পাওয়া গেছে, তিনি আসলে পলাতক নন। গত কয়েকদিন যাবত রয়্যাল সুইডিশ একাডেমির আশেপাশে রয়েছেন তিনি... যে কোনো সময় পড়তে পারে আরো একটি পুরষ্কারের ডাক। ভূয়া ঋণ আদেশ-ঋণখেলাপি-বিদেশে অর্থ পাচার-পাচারের টাকাকে বৈধ পথে দেশে পাঠানো-রাষ্ট্রীয়ভাবে পুরষ্কার গ্রহণ; বৈশ্বিক অর্থনীতিতে এমন যুগান্তকারী পঞ্চমুখী থিওরি আবিষ্কার করে অর্থনীতিতে নোবেল পেতে পারেন শাহজাহান বাবলু। রয়্যাল সুইডিশ একাডেমি থেকে এমন কোন ইঙ্গিত না দিলেও দেশ-বিদেশের বহু ঋণখেলাপি ও অর্থ পাচারকারীরা এমন আবিষ্কারের জন্য বাবলুর নোবেল পাওয়া উচিত বলে মনে করেন।

'শাহজাহান বাবলুর নোবেল চাই' ব্যানারে শাহজাহান বাবলুর এক সমর্থক জনৈক 'পীরজাদা' জানান, 'এত এত ক্ষমতা থাকার পরও আমাগোরে চোর, ঋণখেলাপি দুয়ো শোনা লাগে। শাহজাহান বাবলুর থিওরি আমাদেরকে দেখিয়েছে সম্মান পাওয়ার পথ। চুরি করেও কীভাবে পুরষ্কার পেতে হয় সে পথ! এমন মহৎ মানুষের শুধু অর্থনীতিতে না, শান্তিতেও নোবেল পাওয়া উচিত।'

একজন নোবেল বিশেষজ্ঞ হুংকার তুলে বলেন, 'দেখাইতে পারবেন এমন কোনো অর্থনীতিতে নোবেল পাওয়া লোক, যে এমুন কোনো থিওরি দিছে?' তিনি আরও যোগ করেন, 'যদি অর্থনীতিতে নোবেল না দেয়া যায়, তাইলে উনার জন্য নোবেলে নতুন ক্যাটাগরি খোলা উচিত, অর্থদুর্নীতি! বলেন, এই ক্যাটাগরিতে উনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে?'

৯১৬ পঠিত ... ১৯:৩০, অক্টোবর ০৯, ২০১৯

Top