লিফট কিনতে বিদেশগামী ৯ জনের সঙ্গে যেতে চান আদনান সামি

৮৫০ পঠিত ... ২০:৪৩, অক্টোবর ০৫, ২০১৯

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য লিফট কিনতে ইউরোপের দুটি দেশে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ নয়জন। এদের মধ্যে সাতজনেরই লিফট সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান নেই। তাদের বিমান ভাড়া থেকে যাবতীয় ব্যয় বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

এই খবরটিতেই চোখ আটকে গেছে পাকিস্তানি কাম ভারতীয় শিল্পী আদনান সামির। খবরটি শেয়ার করে তিনি ক্যাপশন লিখেছেন, 'ভাই, মুঝকো ভি তো লিফট কারা দে।'

এ ব্যাপারে বিস্তারিত অনুভূতি জানতে আমাদের প্রতিনিধি আদনান সামিকে ইনবক্সে নক দেন। সঙ্গে সঙ্গেই রিপ্লাই করেন পূর্বে স্থূলকায় শরীর নিয়ে বিখ্যাত হয়ে পরে আবার স্লিম হয়ে যাওয়া এই গুণী শিল্পী।

নিউজটি শেয়ার করার ব্যাপারে তিনি বলেন, 'এর আগে গান গেয়ে গেয়ে বারবার আমাকে লিফট করিয়ে দিতে বলেছি। আসলে ওই সময় অল্প একটু মোটা ছিলাম, কেউ আমাকে লিফটে নিতে চাইত না। সেই কষ্টেই ওভাবে গান গেয়েছি। মনের মতো একটা লিফট আমিও খুঁজছি সেই আমল থেকেই। যেহেতু এক লিফট কিনতে এতজন যাচ্ছে, মনের মতো একটা লিফট কিনতে আমিও সঙ্গে যেতে চাই।'

একটা লিফট কিনতে এতজনের কেন যেতে হবে? আদনান সামি দাঁড় করিয়েছেন একটি ব্যাখ্যা, 'হয়তো সবাই মিলে লিফটে উঠে দেখতে চান, লিফট আসলেই ৯ জনকে একবারে তুলতে পারে কিনা। হাহাহ... আমার সাথে হয়েছে কিন্তু এমন। লিফটে সর্বোচ্চ উঠতে পারে ১০ জন, এদিকে আমি একা ওঠার পরেই সেই লিফট ওভারওয়েট দেখাতো! এইজন্য আগে ধারণক্ষমতা পরীক্ষা করে এরপর লিফট কেনাই ভালো।'

সব শেষে লিফট কিনতে বিদেশগামী ৯ জনের দলের প্রতি তিনি জানিয়েছেন বিশেষ অনুরোধ, 'ভাইয়েরা, আপনারা আমাকেও লিফট করায়ে দেন, মানে লিফট কিনতে বিদেশে সঙ্গে করে নিয়ে যান। লিফট নিয়ে আমার ভালো গবেষণা আছে, অনেক সাফার করতে হইছে তো। দেখেশুনে নিজেও একটা ভালো লিফট কিনবো, আপনাদেরকেও কিনে দেবো।'

৮৫০ পঠিত ... ২০:৪৩, অক্টোবর ০৫, ২০১৯

Top