বালিশের কাভারের চেয়ে ৫ গুণ কম দাম বলায় বেইনসাফির অভিযোগ তোয়ালে বিক্রেতার

১১১৫ পঠিত ... ২১:৪২, অক্টোবর ০২, ২০১৯

রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের 'বালিশ-ভূত' এবার পাওয়া গেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের প্রস্তাবিত বালিশের কাভারে। নির্মাণ ব্যয় প্রস্তাবনায় দেখা গেছে, একটি বালিশ কেনার জন্য ২৭৭২০, কাভারের জন্য ২৮০০০, ২০ টাকার হ্যান্ড গ্লাভসের জন্য ৩৫ হাজার, ১৫ টাকার টেস্টটিউবের জন্য ৫৬০০০ ও সাদা গাউন ৪৯০০০, মাল্টিপ্ল্যাগ এর জন্য ৬৩০০ টাকা ও সুতি তোয়ালের জন্য মাত্র ৫৮৮০ প্রস্তাব করা হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

এ প্রস্তাবনা জনসম্মুক্ষে আসার পরপরই প্রকল্প কমিটির বিরুদ্ধে উঠেছে 'বেইনসাফি'র অভিযোগ। অভিযোগ তুলেছেন সবচেয়ে কম দামের প্রস্তাব পাওয়া সুতি তোয়ালে বিক্রেতা। ওই তোয়ালে দোকানদারের ফেসবুক পেজে একটি তোয়ালে কেনার জন্য eআরকি থেকে নক দেয়া হলে তিনি ফিরতি মেসেজে বলেন, 'দেশটা বেইনসাফি মানুষে ভরে গেছে মিয়া। মানুষের বেইনসাফি দেখে আমার মনডা ভালা না। আজকে আর তোয়ালে বেচুম না। যান ভাই।'

কেমন বেইনসাফি হইছে জানতে চাইলে তিনি জানান, 'কারবারটা দেখছেন মিয়া! বালিশের কাভার মুলায় ২৮০০০ টাকা আর আমাদের সুতি তোয়ালে মাত্র ৫০০০ টাকা! এইটা কোন ইনসাফের কথা হলো! অথচ এইসব বেইনসাফি মানুষরাই আরামের জন্য বালিশের কভারের উপরে সুতি তোয়ালে দিয়া ঘুমায়। আল্লায় যেন এইসব বেইনসাফি মানুষদের ঘাড়ে ব্যথা দেয়।'

গ্লাভসের দাম ৩৫ হাজার টাকার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, 'আমার একটা তোয়ালে দিয়া কয়েক হাজার হ্যান্ড গ্লাভস বানানো যাবে। আপনি মাল নিবেন কি নিবেন না সেটা পরে। কিন্তু ইনসাফের কথাতো কইবেন। আমাদের দেশি সুতি তোয়ালেকে অপমান করে তারা সারা দেশের সুতি সবকিছুকে অপমান করেছে। সুতি তোয়ালেকে অপমান করার পাশাপাশি তারা সুতি শাড়ি, লুঙ্গি, জামা সবকিছুকে তথা সুতিকে অপমান করেছে! এ অপমান আমরা সহ্য করবো না। মানহানির মামলা করবো।'

এই সময় মাল্টিপ্ল্যাগ দোকানি তোয়ালে দোকানির আইডি থেকে আমাদের মেসেজ দিয়ে জানান, 'মনের দুক্ষে ভাইয়ের দোকানে আইসা বইসা আছি। আমার কারবার ইলেক্ট্রনিক মালামাল নিয়ে। আমার কানেকশন সরাসরি হালের দামি ইলেক্ট্রনিক আইফোনের সাথে। অথচ এইসব বেইনসাফি মানুষ আমার মাল্টিফ্ল্যাগের দাম বলছে মাত্র ৬৩০০ টাকা। এত কম দাম বলে এরা কেবল আমাকে অপমান করেনি। অপমান করেছে দুনিয়ার সকল ইলেক্ট্রনিক মালামালকে। এরা আন্তর্জাতিক বেইনসাফি মানুষ। আমি, তোয়ালেওয়ালা ভাই আর আইফোনওয়ালা ভাই মিলে এদের নামে মানহানির মামলা করবো।'

লেখা: নাজমুল হক

১১১৫ পঠিত ... ২১:৪২, অক্টোবর ০২, ২০১৯

Top