ইয়ংমেন'স ক্লাব ক্যাসিনোর রাতের খাবারের মেন্যু জানতে চান খালেদ মাহমুদ সুজন

১৫২৭ পঠিত ... ২১:৪৭, সেপ্টেম্বর ২০, ২০১৯

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব 'ক্যাসিনো'তে র‍্যাবের অভিযানে আটক হয়েছেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ (সুজন না কিন্তু!)। এও জানা গেছে, ঐ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি দাবি করেছেন, এ ক্লাবের ভেতরে জুয়ার আসর বসতো এমন খবর তার জানা ছিল না। তিনি ফুটবল ও ক্রিকেট খেলার ক্লাব হিসেবেই সেটাকে জানতেন এবং সেই কারণেই তাদের অনুরোধে চেয়ারম্যান হয়েছেন। তবে একবারের বেশি এই ক্লাবে যাননি তিনি।

তবে একেবারে বাড়ির কাছে এমন এক ক্যাসিনোর খবর পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছেন আমাদের জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আদি যুগের বণিকেরা যেমন বন্দরে নেমেই পানশালা আর ডান্সশালা খুঁজতেন, তেমনি জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিদেশ সফরে গেলেই সবার আগে খোঁজেন ক্যাসিনো। তবে খেলার জন্য না। তিনি ক্যাসিনো খোঁজেন খাওয়ার জন্য।

বাড়ির পাশে এমন বিদেশি খাবারের কথা জানতে পেরে নিজের এক ফেক একাউন্ট থেকে ইয়ংম্যান্স ক্লাবের খাবারের মেন্যু জানতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া তিনি উচ্ছ্বসিত হয়ে আরো লেখেন, 'নরমাল খাবার খেয়ে তেমন ট্যাস পাই না। ট্যাস পাই কেবলই ক্যাসিনোর লাল নীল আলো এসে ছুঁয়ে যাওয়া খাবার খেয়ে। দেশে এতদিন কোন ক্যাসিনো না থাকায় এমন স্বাদের খাওয়ার জন্য বিদেশই একমাত্র ভরসা ছিলো। দেশে এমন খাবারের ব্যবস্থা আছে জেনে বেশ ভালো লাগছে।'

ওই পোস্টে eআরকির এক প্রতিনিধি কমেন্ট করে সুজন স্যারের কোন ধরনের মেন্যু পছন্দ জানতে চাইলে তিনি রিপ্লাই দিয়ে জানান 'চাপা শুটকি ভর্তা আর শোল মাছের ঝোল। তবে এর পাশাপাশি কিছু পানীয় হলে মন্দ হয় না।' কী ধরনের পানীয় তা জানতে চাইলে তিনি বলেন, 'এই মনে করেন, পানি... বা পানি মেশানো যায় এমন যেকোনো কিছু... ইয়ে, যেমন স্যুপ!'

ওই একই পোস্টের কমেন্টবক্সে তিনি রাশেদ খান মেননের একটি ফেক আইডিকে মেনশন দিয়ে বলেন 'দেশে একটা ক্যাসিনোর অভাবে কত রাত যে না খেয়ে থেকেছি, তার হিসেব ক্যাসিও ক্যালকুলেটরও করতে পারবে না। শুনলাম আপনার ক্লাবে নাকি ক্রিকেট খেলারও আয়োজন হয়। একদম পুরাই ফরেন ট্যুরের ফিল ভাই। এবার আমি ঢাকায় বসেই একটু আয়েশ করে বসে চাপা শুটকি ভর্তা ও শোল মাছের ঝোলের মধ্যে ক্যাসিনোর লাল নীল আলো মিশিয়ে পেটটা ভইরা ভাত খাবো। রাতের খাবারটা ঠিকঠাক না খেলে কি দানবীয় গতিতে বল করা যায়, বলুন?'

লেখা: নাজমুল হক

১৫২৭ পঠিত ... ২১:৪৭, সেপ্টেম্বর ২০, ২০১৯

Top