আইফোন ১১ মার্কেটে আসায় ধর্মঘটের হুমকি দিলো ইন্টারন্যাশনাল কিডনি ইউনিয়ন

৬৭৪ পঠিত ... ১২:৫৮, সেপ্টেম্বর ১২, ২০১৯

গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল উন্মোচন করল নতুন আইফোন ১১, ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স। ক্যামেরার ডিজাইন ও নতুন চিপসেট ছাড়া তেমন কোন নতুন উদ্ভাবন দেখা যায়  নতুন আইফোনে। এই সিরিজের সবচেয়ে বেসিক ফোনটি পেতেও আপনাকে গুণতে হবে ৬৯৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার যা আইফোন ১১ প্রো বা প্রো ম্যাক্সের বেলায় প্রায় লাখের কাছাকাছি। আর দাম ঘোষণার পরেই ধর্মঘটের হুমকি দিয়েছে আন্তর্জাতিক কিডনি ইউনিয়ন। 

আইফোনে নতুন চমক থাকুক আর না থাকুক, সোশ্যাল মিডিয়াতে আইফোন কিনতে কিডনি বিক্রি করা নিয়ে আলোচনা থাকবেই। তাই এই নতুন আইফোন রিলিজকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে বিশ্বব্যাপী সব কিডনির মাঝে। মানবদেহে রক্ত পরিশোধন ও জলীয় পদার্থের ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিডনি। অথচ বাজারে নতুন আইফোন এলেই হুমকিতে পড়ে যায় এই অঙ্গটি। অনেক মানুষই দুটি কিডনির একটি বিক্রি করে কিনে নেন লেটেস্ট আইফোনটি। আর কিডনিকে যেতে হয় একেবারে অচেনা এক মানুষের শরীরে। বারবার এই ঠিকানা বদলের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যাবার হুমকি দিল কিডনি ইউনিয়ন।

এ বিষয়ে জনৈক কিডনি eআরকিকে বলেন, ‘আইফোন সেভেন যে বছর বের হইল, সেই বছর আমাকে বিক্রি করে দিছিল। নতুন যেখানে গেলাম, সেই লোক ওয়াসার পানি খায়। অথচ আমার তো ওয়াসার পানিতে এলার্জি। এই আজ পর্যন্ত এই অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। নতুন আইফোনের লোভে এখন যদি ইনি আমাকে বেঁচে দেয়, তাইলে অবশ্য আমি বেঁচে যাই।’ এই কিডনি স্বেচ্ছায় ঠিকানা বদল করতে চাইলেও অধিকাংশ কিডনিই এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এমনই এক কিডনি জানায়, ‘বারবার বাসা বদল করা অনেক ঝামেলা। এইখানে কতদিন ধরে আমি হার্ট, লিভার, স্টমাকের সাথে বসবাস করতেছি। নতুন কোথাও গেলে যদি তারা আমাকে পছন্দ না করে তখন কী হবে। আইফোনের জন্য আমি আর বাসা বদল করতে চাই না।’

আইডিয়া ও গ্রাফিক্স: জুনায়েদ আজীম চৌধুরী

এক বিবৃতিতে আন্তর্জাতিক কিডনি ইউনিয়নের মুখপাত্র জানিয়েছেন যে, আইফোনের জন্য যদি কোন কিডনি বিক্রি করা হয়, তাহলে সেই কিডনি সকল কাজ বন্ধ করে দেবে। এমনকি এমন ব্যক্তি যদি পরবর্তী সময়ে নতুন কোন কিডনি প্রতিস্থাপন করান, সেক্ষেত্রে সেটিও ধর্মঘটে অংশগ্রহণ করবে। এ ব্যাপারে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সাহায্য চেয়ে এই মুখপাত্র বলেন, ‘এখনো আইফোনের ঝাঁজ কিডনির উপর দিয়েই যাচ্ছে। তবে এই দিন আর খুব বেশি দূরে নয়, যখন হৃদপিণ্ড, ফুসফুস, লিভারের উপর আঘাত হানবে ঐসব পুঁজিবাদী বুর্জোয়া মানুষগুলো। তাই ভাইয়েরা সময় থাকতে আমাদের সাথে থেকে রুখে দাঁড়ান এই আগ্রাসনের।’

৬৭৪ পঠিত ... ১২:৫৮, সেপ্টেম্বর ১২, ২০১৯

Top