টেস্ট ক্রিকেটের প্রশিক্ষণের জন্য ক্রিকেট দলকে উগান্ডা পাঠানোর দাবি জানালো সমর্থকরা

৭৫৫ পঠিত ... ২২:১১, সেপ্টেম্বর ০৯, ২০১৯

উগান্ডার বেশির ভাগ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত, সেখানে উন্নত পয়োনিষ্কাশন সুবিধারও অভাব। অথচ চট্টগ্রাম ওয়াসা তাদের ২৭ জন কর্মকর্তা–কর্মচারীকে ‘প্রশিক্ষণের’ জন্য পূর্ব–মধ্য আফ্রিকার এই দরিদ্র দেশে পাঠিয়েছে। তাঁদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আরও ১৪ জন কর্মকর্তাও দেশটি ভ্রমণে গেছেন। খবর: প্রথম আলো।

অন্যদিকে দেশের মাটিতে এই কদিন আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হেরে বসেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বৃষ্টি সর্বাত্মক চেষ্টা করেও জেতাতে পারেনি স্বাগতিকদের। মাত্র ৭০ মিনিট আর ১১১ বল টিকে গেলেই যেখানে বাংলাদেশ পরাজয় এড়াতে পারতো, সেই ম্যাচ তারা হেরে গেছে ২২৪ রানে।

টেস্ট ক্রিকেটের প্রশিক্ষণের জন্যও জাতীয় ক্রিকেট দলকে উগান্ডা পাঠানোর দাবি তুলেছেন ভক্ত-সমর্থকদের অনেকেই। একজন ভক্ত বলেন, 'উগান্ডায় পানি নাই, তাও পানির প্রশিক্ষণের জন্য পাঠাইছে উগান্ডায়। উগান্ডা ক্রিকেট খেলায়ও ভালো না, এক্কেবারে তলানিতে। তাইলে টেস্ট ক্রিকেটের প্রশিক্ষণটাও ওইখানেই হোক।'

এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেটের 'জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ' টাইপ আরেক সমর্থক, 'আমরা তো জানি, উগান্ডা দেশটার সাথে আমাদের অনেক মিল। বাংলাদেশকে তো আদর করে অনেকে দক্ষিণ এশিয়ার উগান্ডাও বলে! প্রশিক্ষণ নিতে একটা দেশে গেলে সেইটারে নিজের দেশের মতো মনে হওয়া একটা কমফোর্ট জোন তৈরি করে। আগে হোমগ্রাউন্ডে দল কমফোর্টে থাকতো, এখন নিজের দেশেও ম্যাচ হারতেছে। আমার মনে হয় শুধু প্রশিক্ষণ না, আগামী সিরিজগুলাও আমাদের উগান্ডায় আয়োজন করা উচিত।'

তবে শুধু টেস্ট ক্রিকেটের প্রশিক্ষণ না, উগান্ডায় আরও নানান প্রশিক্ষণের জন্যও আমাদের বিভিন্ন দলকে পাঠানো উচিত বলে মনে করেন জনৈক বিশেষজ্ঞ, 'উগান্ডায় পানিসংকট আছে, ক্রিকেটেও তারা ভালো না। সুতরাং পানি এবং ক্রিকেটের প্রশিক্ষণের জন্য তো উগান্ডায় আমরা দল পাঠাবোই! কিন্তু সেই সাথে উগান্ডা আরও কী কী ব্যাপারে পিছিয়ে আছে, কী কী ব্যাপারে খারাপ, কী কী জিনিস উগান্ডায় নাই, সেসব জিনিসও আমাদের জেনে নেয়া উচিত। তাহলে সেইসব বিষয়ের প্রশিক্ষণের জন্যও আমরা উগান্ডায় প্রতিদিন নিত্যনতুন দল পাঠাতে পারি।'

শারজাহ যেমন পাকিস্তানের হোমগ্রাউন্ড হয়ে উঠেছে, ঠিক তেমনি উগান্ডাও হয়ে উঠতে পারে আমাদের সেকেন্ড হোমগাউন্ড, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।

৭৫৫ পঠিত ... ২২:১১, সেপ্টেম্বর ০৯, ২০১৯

Top