বাংলাদেশকে টেস্ট খেলা শেখাতে শামীম ওসমানকে খেলানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

১৩৩০ পঠিত ... ২১:১৫, সেপ্টেম্বর ০৮, ২০১৯

চলমান ওভাই সিরিজের আফগানিস্তানের বিপক্ষে নড়বড়ে অবস্থায় বাংলাদেশ। বাংলাদেশি ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসার উৎসব আর বোলারদের নিষ্প্রভ পারফরম্যান্স, সব মিলিয়ে বেশ বড় ব্যবধানেই হারার দ্বারপ্রান্তে স্বাগতিকরা। ১৯ বছর ধরে টেস্ট খেলে আসলেও খেলা দেখে মনে হয়, এখনো যেন টেস্ট খেলাটা ঠিকঠাক বুঝে উঠতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। দলে তাই আরও অভিজ্ঞতার সঞ্চার করতে শামীম ওসমানকে টেস্ট দলে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জে এক সমাবেশে শামীম ওসমান স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘আমাদের সঙ্গে খেলবেন না। কাকে খেলা শেখাবেন। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড়।' এছাড়াও খেলাধুলা সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, 'পুলিশ-পুলিশ খেলা আমরা ছোটবেলা থেইকা খেলি।'

এই বক্তব্যের পরেই টেস্ট দলে শামীম ওসমানকে খেলানোর ব্যাপারে আলোচনা ওঠে। একজন ফেসবুকীয় ক্রিকেট বিশেষজ্ঞ জানান, 'বাংলাদেশ দল যথেষ্ট অভিজ্ঞ। কিন্তু সেই অভিজ্ঞতাতেও তো পোষাচ্ছে না। এই মুহূর্তে দরকার আরও অনেক অভিজ্ঞ খেলোয়াড়, যারা বছরের পর বছর কিংবা এমনকি শৈশব থেকে খেলছেন। এদিক থেকে শামীম ওসমান স্যারই পারফেক্ট। উনি খেলবেন এবং খেলা শেখাবেনও। বলতে পারেন, উনি খেললে একেবারে, "খেলা হবে!"

এমনটা মনে করেন একটি পপুলার এক ফেসবুক পেজের জনৈক এডমিনও, 'দেখেন, সাকিব-তামিম-মুশফিক উনারা তো ছোট খেলোয়াড়। আসল খেলোয়াড় শামীম ভাই। প্রয়োজনবোধে উনি যেকোনো ফরম্যাটের খেলা খেলতে পারেন। যখন হার্ডহিটিং খেলার দরকার হয়, তখন যেমন তিনি মেরে-কেটে মানে মারকুটে খেলতে পারেন, আবার যখন ধরে ধরে বল বুঝে বুঝে খেলতে হয়, তখনও তিনি সমান পারদর্শী। সবই আসলে অভিজ্ঞতা।'

এ পর্যায়ে তিনি টেস্টে ওপেনিং জুটি হিসেবে 'তামিম-শামীম' জুটিকে দেখার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

তবে বিপক্ষ-মহলে ত্রাস সৃষ্টি করাই হবে শামীম ওসমানের সবচেয়ে ভাইটাল রোল, এমন মত প্রকাশ করে একজন খেলাভক্ত জানান, 'শামীম ভাই একজন টোটাল প্লেয়ার। কী খেলায়, কী বাচনভঙ্গীতে, কী চলনে-গড়নে। শুধু কিন্তু বল পেটালে বা উইকেট পেলেই হয় না, তর্জন-গর্জনও কিন্তু খেলারই অংশ। অ্যাশেজে দেখেন না, কেমনে মাঠে গড়ানোর আগেই খেলা শুরু হয়ে যায়! সত্যি, শামীম ভাই যদি টেস্ট দলে থাকে, বেশিরভাগ দল উনার ভয়ে, মানে উনার খেলার ভয়ে খেলা শুরুর আগেই গুম হয়ে যাবে।'

১৩৩০ পঠিত ... ২১:১৫, সেপ্টেম্বর ০৮, ২০১৯

Top