জাতীয় 'পার্টি' করতে আসছেন ভারতের জনপ্রিয় র‍্যাপার হানি সিং ও বাদশাহ

৭৪৪ পঠিত ... ১৯:৪০, সেপ্টেম্বর ০৫, ২০১৯

গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যুর আগে থেকেই জাতীয় পার্টির পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দ্বিধা কাজ করছিল দলটির নেতাকর্মীদের মাঝে। এরশাদের মৃত্যুর পর থেকে দলের একটি অংশের সমর্থন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই জি এম কাদের। আজ (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলের আরেক অংশ রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। রওশন এরশাদ দলের সবার প্রতি আহ্বান করে বলেন, ‘আপনারা ফিরে আসুন। মান-অভিমান নিয়ে থাকবেন না। আসুন আমরা একসাথে পার্টি করি।’ খবর: বিবিসি বাংলা। খবর: বিবিসি বাংলা

রওশন এরশাদের এই বক্তব্যটি ছড়িয়ে পড়লে 'পার্টি' করতে আগ্রহী তরুণ-তরুণীদের মধ্যে দেখা যায় উৎসাহের ধুম। পার্টি কোথায় হচ্ছে সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করে অনেকেই জানতে চাইছেন, পার্টির ভেন্যু কোথায়, সেটা কি জাতীয় পার্টির অফিসে নাকি কোনো পাব/ক্লাবে। পার্টিটা কবে হচ্ছে, সেটাও জানতে চায় তারা।

ডিজে হিসেবে পার্টিতে ডিজে রাহাতও উপস্থিত থাকতে চান, এমন তথ্যও জানা গেছে। তবে এই খবর ছড়িয়ে পড়েছে সুদূর ইন্ডিয়া পর্যন্ত। 'পার্টি বয়' হিসেবে ইমেজ প্রতিষ্ঠিত করে ফেলা হানি সিংও যোগ দিতে চান এই পার্টিতে। এছাড়াও আগ্রহ প্রকাশ করেছেন ভারতের আরেক জনপ্রিয় র‍্যাপার বাদশাহ।

র‍্যাপার বাদশাহ জানালেন, 'এরশাদ সাহেব চলে যাওয়ার পর আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়। জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মিলে অলনাইট পার্টি করতে মুখিয়ে আছি।'

এদিকে ব্যক্তিগত প্রতিনিধির মাধ্যমে হানি সিং জানান, 'আই লাভ পার্টি। চার বোতল ভদকা কাম মেরা রোজকা। জাতীয় পার্টির নামে পার্টি আছে বলে এমনিতেই আমার ওদেরকে ভালো লাগে। সেই কৈশোর থেকেই তাই আমি এরশাদ সাহেবের চিলিং জীবনাদর্শ ফলো করে আসছি। সেই জাতীয় পার্টিতেই যেহেতু পার্টি, পার্টি তো অলনাইট হতেই হবে। আশা করছি খুব চিল হবে।'

তবে রওশন এরশাদ সাহেব 'পার্টি করা' বলতে 'জাতীয় পার্টির রাজনীতি করা' বুঝাতে চেয়েছেন, এমনটা জানার পর হানি সিং কিঞ্চিত উত্তেজিত হয়ে বলেছেন, 'আজা চুস মেরে ল্যা** আজা চুস মেরে ল্যা**... (বাকিটা ছাপার অযোগ্য)।'

৭৪৪ পঠিত ... ১৯:৪০, সেপ্টেম্বর ০৫, ২০১৯

Top