মুক্তির অপেক্ষায় তাহেরীর জীবন নিয়ে নির্মিত হলিউড সিনেমা 'জোকার'

৩১৯৯ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ০৩, ২০১৯

ওয়াজে বক্তৃতার মধ্যে চটকদার কিংবা 'রসময়' কথা বলে আলোচিত-সমালোচিত ধর্মীয় বক্তা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গত কয়েক মাস সোশ্যাল মিডিয়ায় তার ওয়াজের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। 'ঢেলে দেই', 'পরিবেশটা শান্ত না...' এরকম তার বেশ কিছু 'ডায়লগ' ঘুরছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়ও হয়ে ওঠে। ধর্মীয় বক্তা থেকে যুবাদের কাছে 'স্ট্যান্ড আপ কমেডিয়ান' হয়ে ওঠা তাহেরী যেন ফেসবুকের নতুন 'সেফাত উল্লাহ'!

তবে তাহেরীর এই জনপ্রিয়তা খুব দ্রুতই হয়তো ছড়িয়ে পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। আগামী অক্টোবরেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডে নির্মিত তাহেরীর বায়োপিক 'জোকার'। সিনেমাটি নিয়ে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে তীব্র উন্মাদনা। আরেফিন হৃদয়-এর ডিজাইন করা সিনেমা পোস্টারটি হোমপেজে খুঁজে পাওয়া মাত্রই সেই উন্মাদনার বাতাস আমাদের গায়ে লাগে।

আইডিয়া ও গ্রাফিক্স: আরেফিন হৃদয়

জানা যায়, প্রশংসিত হলিউড অভিনেতা হোয়াকিন ফিনিক্সের অভিনয় করার কথা থাকলেও বাস্তব জীবনের অনবরত 'জোকারি'র কল্যাণে তাহেরী রোলটি বাগিয়ে নেন। সিনেমার কাহিনী সম্পর্কে জানা গেছে, এটি একটি ফিকশনাল বায়োপিক। এখানে দেখা যাবে, শিশুকাল থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত কী করে একজন মানুষ হাসার এবং অন্যকে হাসানোর গুরুত্ব উপলব্ধি করতে থাকেন। অন্যকে হাসানোর মাঝেই কীভাবে একজন মানুষ জীবনের নানান দুঃখ-কষ্ট ও হতাশা ভুলে থাকার রসদ খুঁজে পায়, সেই গল্পটিই দেখা যাবে এই সিনেমায়।

তবে এই সিনেমাটি 'ব্যাটম্যান' সিরিজের সুপারভিলেন জোকারকে নিয়ে নির্মিত কিনা, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে সিনেমার টেকনিকাল টিমের একজন (আসলে স্পট বয়) জানান, প্রয়াত হিথ লিজার অভিনীত ও ব্যাটম্যান কমিক্সের জনপ্রিয় জোকার চরিত্রের ছায়া অবলম্বন করা হলেও, গল্পটি আসলে তাহেরীরই। মূলত জোকারের সঙ্গে তাহেরীর মিলগুলো দুর্দান্ত সব মেটাফোরের আশ্রয়ে উঠে আসবে এই সিনেমায়।

এ ব্যাপারে একজন তাহেরীভক্তের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, 'জোকাররেও পুলিশে খুঁজে, তাহেরী সাবেরও তো ইদানিং তাই অবস্থা। জোকারও মানুষের মুখে হাসি ফুটায়, তাহেরী বসও তাই। হিথ লেজারের পরে জোকার হিসেবে তিনিই পারফেক্ট। তবে আশা করি সিনেমাহলে পরিবেশটা শান্ত থাকবে না, অনেক হৈচৈ থাকবে। পাবলিক তাদের ভালোবাসা ঢেলে দিয়ে সিনেমা দেখবে। চিল্লায়া হোক আর যেমনেই হোক, এই সিনেমা মার্কেট পাইবোই।'

৩১৯৯ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ০৩, ২০১৯

Top