প্রথম আলোর ফ্রন্ট পেজে চলছে ত্রিভুজ প্রেমের সিনেমা 'মেট্রোরেল তুমি কার?'

২৪৩৫ পঠিত ... ১৯:১৮, সেপ্টেম্বর ০২, ২০১৯

জোরেশোরে চলছে মেট্রোরেলের নির্মাণকাজ। আর সেই নির্মাণকাজের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নানান সিমেন্টের বিজ্ঞাপন। ভার্সিটির এডমিশন মৌসুমে ঢাবি-বুয়েটে ফার্স্ট হওয়া পরীক্ষার্থী যেমন সব কোচিংয়ের শিক্ষার্থী হয়ে যায়, তেমনি বাজারের সব সিমেন্টই হয়ে গেছে 'মেট্রোরেলের নির্মাণকাজে ব্যবহৃত সিমেন্ট।' তবে পরপর দুদিন প্রথম আলোর ফ্রন্ট পেজে দুটি আলাদা সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন যেন কোচিং সেন্টারগুলোকেও ছাড়িয়ে গেছে!

১ সেপ্টেম্বর রোববারে প্রথম আলোর প্রথম পাতায় দেখায় শাহ সিমেন্টের একটি বিজ্ঞাপন, যেখানে মেট্রোরেল নির্মাণে শাহ সিমেন্ট ব্যবহৃত হচ্ছে বলে দাবি করা হয়েছে। আবার ২ সেপ্টেম্বর সোমবার প্রথম আলোর প্রথম পাতায় দেখা গেলো বসুন্ধরা সিমেন্টের বিজ্ঞাপন। যেখানে দাবি করা হচ্ছে, একমাত্র বসুন্ধরা সিমেন্ট দিয়েই তৈরি হচ্ছে মেট্রোরেল।

এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেট্রোরেল তুমি কার?

এ ব্যাপারে বিভিন্ন মানুষজন জানিয়েছেন নানান প্রতিক্রিয়া ও মতামত। মেট্রোরেলের অপেক্ষায় দিন গুনতে থাকা এক মিরপুরবাসী বলেন, 'হইতে পারে দুইজনই সত্যি বলতেছে। দেশ ও জাতির প্রয়োজনে মেট্রোরেলের কাজে হয়তো দুই পার্টিই সিমেন্ট দান করছে, কিন্তু কেউ জানে না। দান করার নিয়ম তো এইটাই, এক হাত দিলে যেন অন্য হাতও না জানতে পারে...'

কেউ কেউ বলছেন, বসুন্ধরা সিমেন্ট আসলে মেট্রোরেলের বয়ফ্রেন্ড, আর শাহ সিমেন্ট জাস্ট ফ্রেন্ড। আবার কেউ কেউ নির্মিত হওয়ার আগেই মেট্রোরেলের এই চরিত্রহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক মুরব্বি বলেন, 'ছিঃ! কী বেলজ্জা টেরেন। দুই সিমেন্টের সাথেই সে মাখামাখি করছে। এই টেরেনে উঠলে আমাদের ছেলেমেয়েরা বেলাইনে চইলা যাইব।'

পরপর দুদিন পত্রিকায় এই দ্বিমুখী বিজ্ঞাপন অনেকের মনেই জাগিয়েছে নানান সম্ভাবনার কথা। এক ফেসবুক বুদ্ধিজীবী জানালেন, 'মেট্রোরেলের কাজ তো নানান এলাকায় হইতেছে। হইতে পারে একেক জায়গায় একেক সিমেন্ট ইউজ করতেছে। মেট্রোরেলের একেক পার্ট একেক সিমেন্ট দিয়ে বানানোও হইতে পারে। সবাই তো বলে তারটাই সেরা সিমেন্ট, তাই এতে অন্তত একটা ব্যালেন্স থাকে।'

তবে একজন বাংলা সিনেমাভক্ত জানালেন একটি ইতিবাচক সম্ভাবনার কথা, 'নতুন কোনো লাভ ট্রায়াঙ্গল সিনেমা আসতেছে মনে হয় ভাই। সিনেমার নাম মেট্রোরেল তুমি কার। নায়িকা একা মেট্রোরেল, নায়ক দুইজন, শাহ সিমেন্ট আর বসুন্ধরা সিমেন্ট। মেট্রোরেল আর সিমেন্ট আসলে মেটাফোর। দুই নায়ক মিলে নায়িকার জীবন, ক্যারিয়ার সব গড়ে তোলে। কিন্তু মেট্রোরেল কার অবদানকে স্বীকার করে নেবে? এই নিয়েই গড়ে উঠেছে টানটান উত্তেজনাপূর্ণ এই সিনেমাটির কাহিনী।'

এই পর্যায়ে তিনি বাংলা সিনেমার একটি গানের সুরে গেয়ে ওঠেন, 'বিধি তুমি বলে দাও, আমি কার! দুটি সিমেন্ট, একটি মেট্রোরেলের দাবিদার...'

২৪৩৫ পঠিত ... ১৯:১৮, সেপ্টেম্বর ০২, ২০১৯

Top