সৈয়দ মুজতবা আলীর বাণীকে ভুল প্রমাণ করলো স্বাস্থ্য অধিদপ্তর

১১৬৯ পঠিত ... ২২:০৯, আগস্ট ৩১, ২০১৯

সার্জারির ছাত্র ও শিক্ষানবিশদের টেক্সট বই ‘প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব সার্জারি’। গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের জন্য এই বইয়ের ১০টি কপি কিনেছে স্বাস্থ্য অধিদফতর। বইটির বাজারমূল্য সাড়ে পাঁচ হাজার টাকা হলেও স্বাস্থ্য অধিদফতর প্রতিটি বই কিনেছে ৮৫ হাজার ৫০০ টাকা করে। সেই হিসাবে ১০ কপি বইয়ের মোট দাম পরিশোধ করা হয়েছে ৮ লাখ ৫৫ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু এই একটি আইটেমের বই-ই নয়, দুটি টেন্ডারে ৪৭৯টি আইটেমের ৭ হাজার ৯৫০টি বই কিনেছে স্বাস্থ্য অধিদফতর। এসব বইয়ের মূল্য বাবদ পরিশোধ করা হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার ২৪৩ টাকা।

বই কেনার কথা উঠলেই তো মনে পড়ে যায় সৈয়দ মুজতবা আলীর সেই অমর বাণী, 'বই কিনে কেউ দেউলিয়া হয় না।' কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যে দামে বই কিনেছে, সে দামে বই কিনতে গেলে দেউলিয়া না হয়ে গতি কী! মুজতবা আলী বেঁচে থাকলে নিশ্চয়ই বইয়ের এই দাম শুনে আরেকবার চিন্তা করতেন!

বাজারমূল্যের চেয়ে এত এত এত (n সংখ্যক সংখ্যা পর্যন্ত) বেশি দামে বই কেন কেনা হলো? এই বই কি ডিজিটাল বই? নাকি এই বইয়ে লুকোনো আছে মেডিকেল সাইন্সের বেসম্ভব কোনো গুপ্তকথা? এতসব প্রশ্নের উত্তর কোনো বইয়েই খুঁজে না পেয়ে আমাদের প্রতিবেদক হন্যে হয়ে রাজপথে বেরিয়ে পড়েন।

৮৫৫০০ টাকা দামের কোনো মেডিকেলের বই আছে কিনা তা জানতে চাইলে নীলক্ষেতের এক বই বিক্রেতা জানান, 'ভাইজান এত ট্যাকা কোন ব্যাডায় রাখছে? এই টেকায় তো নীলক্ষেতে পুরা মার্কেট কিইনা ফালাইতে পারবেন।'

এ পর্যায়ে ঐ বই বিক্রেতা ভবিষ্যতে সস্তায় বই কিনতে উনার দোকান থেকেই দেশি-বিদেশি মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-ল যেকোনো বই কেনার অনুরোধ জানান। এছাড়াও যেই বই এখনো বের হয়নি, সেই বইও তিনি মাটি খুড়ে বের করে আনতে পারবেন বলে আশ্বাস দেন।

এ ব্যাপারে এক টিভি সিরিজভক্ত জানান, 'ভাই হইতে পারে স্যাক্রেড গেমসে যে বইটাতে বোম আটকানোর গোপন কোড-ফোড লেখা ছিল, ওইগুলাই সেই বই। তেমন হইলে কিন্তু দাম ঠিক আছে। কী বলেন?'

তবে বইয়ের এই রেট পছন্দ হয়েছে বেশ কিছু মেডিকেল স্টুডেন্টের। নাম প্রকাশ না করার প্রচুর রিকোয়েস্ট করে এক মেডিকেল ছাত্র জানালেন, 'প্রতি মাসেই মেডিকেলের বই কিনতে ম্যালা টাকা নিই। আম্মা-আব্বা বিশ্বাস করতে চায় না মেডিকেলের বইয়ের এত দাম কীভাবে হয়। এই নিউজ দেখাইলাম, কালকেই নাকি এক লাখ টাকা পাঠাবে।'

১১৬৯ পঠিত ... ২২:০৯, আগস্ট ৩১, ২০১৯

Top