বিয়ের বাজারে বিসিএস ক্যাডারদের পেছনে ফেলে দিলেন ওডোমস বিক্রেতারা

৬০৫ পঠিত ... ১৬:৩০, আগস্ট ০৫, ২০১৯

বাংলার বিয়ের বাজারে পাত্র হিসেবে পছন্দের তালিকায় বিসিএস ক্যাডাররাই শীর্ষে ছিলেন চিরকাল। তবে সাম্প্রতিক সময়ে সেই পরিস্থিতি বদলানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ কিছু ঘটকসূত্রে জানা গেছে, ওডোমস বিক্রেতারাই এই মুহূর্তে পাত্র হিসেবে মেয়েপক্ষের প্রথম পছন্দ।

ডেঙ্গুর প্রকোপে মশা নিরোধক ক্রিম ওডোমসের চাহিদা এখন চরমে। ভারতে যে ওষুধের দাম ৫৫ রূপি (বাংলাদেশে দাম ছিল ৮০ টাকা), তা এখন বাংলাদেশে বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকায়। অথচ এত চড়া দামেও তা পাওয়া যাচ্ছে কয়েকটা মাত্র দোকানে, বেশিরভাগ জায়গাতেই ওডোমস 'মার্কেট আউট'! ওডোমসের এই বাজার দেখে অনেকেই ওডোমস ব্যবসার দিকে ঝুঁকছেন। অনেকেরই আশা, এই ডেঙ্গুর সিজনে ওডোমস বেচেই তারা কোটিপতি হতে পারবেন।

সেই সঙ্গে জানা গেলো, পাত্র হিসেবেও মেয়েরা ওডোমস ব্যবসায়ীদেরকেই সবচেয়ে বেশি পছন্দ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাত্রী জানান, 'বিয়ের তিনটা প্রস্তাব এসেছিল, একজন মেরিন ইঞ্জিনিয়ার, একজন বিসিএস ক্যাডার এবং একজন ওডোমস বিক্রেতা। ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে তাই ওডোমস ব্যবসায়ীকেই বেছে নিয়েছি।'

ভবিষ্যৎ নিরাপত্তা বলতে কি আর্থিক ব্যাপার বোঝাচ্ছেন, এমনটা জানতে চাইলে ব্যাখ্যা দিলেন তিনি, 'সেটা তো কিছু আছেই। তার মধ্যে ওডোমসের যা দাম, কিনতে কিনতে যত বড় ধনীই হোক গরিব হয়ে যাবে। ওডোমস ব্যবসায়ী যদি আপনার ঘরেই থাকে, আপনার তো তাহলে ওডোমস কিনতে হচ্ছে না, ফ্রি পাচ্ছেন। আর ডেঙ্গু যা ভয়াবহ হয়ে উঠেছে, ভবিষ্যতেও ওডোমস ব্যবসায়ীরা দেশের শীর্ষ ধনীদের কাতারে নাম লেখাবেন বলে মনে হচ্ছে। তাই সবদিক ভেবে...'

এছাড়াও জানা গেছে, বিসিএস পেয়েও অনেক ছেলেমেয়েরা ওডোমস ব্যবসার দিকে ঝুঁকছেন। অনেকে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির জব ছেড়ে ওডোমস বিক্রি করা শুরু করেছেন। এমনই একজন জানালেন, 'বড় চাকরি করে সারা বছর যা বেতন পাই, এক শিফট ওডোমস বেচলেই তার চেয়ে বেশি টাকা। কোন হালায় তাইলে অফিসে বসে বসে মশার কামড় খাবে?'

তবে সবাই যে ওডোমস ব্যবসায়ীকেই পাত্র হিসেবে পছন্দ করছেন, এমনটা নয়। বর খুঁজছেন এমন এক পাত্রী জানালেন, 'যে লোক ৮০ টাকার ওডোমস ১০০০ টাকায় বিক্রি করে, সে যে বিয়ের পর গিফটের নামে যৌতুক চাবে না সেই গ্যারান্টি কী?'

৬০৫ পঠিত ... ১৬:৩০, আগস্ট ০৫, ২০১৯

Top