শীঘ্রই আসছে ঢাকা নিয়ে নির্মিত অ্যাকশান সিনেমা 'টার্মিনেটর : দ্য রাইজ অফ দ্য ডেঙ্গু'

৩২৭ পঠিত ... ২০:০০, জুলাই ২৯, ২০১৯

অ্যাকশান ঘরানার সিনেমার ভক্তদের জন্য সুখবর। মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অ্যাকশান-ফ্র্যাঞ্চাইজ 'টার্মিনেটর' সিরিজের নতুন সিনেমা। সম্পূর্ণ এই বাংলাদেশি সংস্করণের নাম হতে যাচ্ছে 'দ্য টার্মিনেটর : রাইজ অফ দ্য ডেঙ্গু'।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে ঢাকা নামক এক শহরকে কেন্দ্র করে। শান্তিপূর্ণ শহরে আচমকা হামলা করে বসে এক ভয়ংকর প্রাণি। না, এলিয়েন নয়। ভয়ংকর সেই দানব হলো এডিস মশা। এডিস মশারা ডেঙ্গু রোগ ছড়িয়ে দিয়ে শহরকে ধ্বংস করে দিতে চায়। হাজারো মানুষ আক্রান্ত হতে থাকে এই ডেঙ্গুর ভয়াল থাবায়। শহরের মানুষ যখন দিশেহারা, ঠিক সে সময়ই যেন আবির্ভূত হন এক 'মসীহা'। ডেঙ্গুর প্রকোপ থেকে শহরকে মুক্তি দিতে তিনি নামেন এক দুর্ধর্ষ সংগ্রামে। তিনি মেয়র, তিনিই টার্মিনেটর (কর্মধারয় সমাস)! কী হবে এরপর? গোটা শহর আর সভ্যতা কি হারিয়ে যাবে ডেঙ্গুর অভিশাপে? নাকি টার্মিনেটর টার্মিনেট করতে পারবেন শহরের সব এডিস মশাকে, বাঁচিয়ে তুলবেন ডেঙ্গু-আক্রান্ত মানুষদের? জানতে হলে দেখতে হবে টানটান উত্তেজনাপূর্ণ এই সিনেমা।

জানা গেছে, টার্মিনেটর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকার দক্ষিণ নগর-নায়ক সাঈদ খোকন। নামে 'সাইড' হলেও তিনি থাকছেন মূল নায়ক হিসেবে। সাইড নায়কের ভূমিকায় দেখা যাবে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকে। ভিলেন চরিত্রে থাকছে শহরের লাখ লাখ এডিস মশা। এছাড়াও খুবই সামান্য ভূমিকায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করবেন ঢাকাবাসীরা। বলা হচ্ছে, এটিই হতে যাচ্ছে টার্মিনেটর সিরিজের সবচেয়ে দুর্ধর্ষ সিনেমা।

ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এই ধুন্ধুমার অ্যাকশান সিনেমাটির একটি স্থিরচিত্র। ছবিতে দেখা যাচ্ছে, টার্মিনেটর অর্থাৎ নায়ক মেশিনগান নিয়ে আক্রমণ করছেন ভিলেনদের। এরপর থেকেই সিনেমাটির জন্য অপেক্ষার পারদটাও চলে গেছে একেবারে উঁচুতে। সাঈদ খোকনের একজন ভক্ত জানান, 'মেয়র হিসেবে উনার অভিনয় আমার খুব ভালো লাগে। আশা করি সিনেমাতেও তিনি ভালো করবেন।'

৩২৭ পঠিত ... ২০:০০, জুলাই ২৯, ২০১৯

Top