ফেসবুকের ফটো কমেন্ট থেকে নর্থ সাউথের কম্পিউটার ল্যাবে ডিপজল

১৬১৫ পঠিত ... ২০:১০, জুলাই ১৮, ২০১৯

নেতা, অভিনেতা, ব্যতিক্রমী সব সংলাপের জনক মনোয়ার হোসেন ডিপজল সোশ্যাল মিডিয়ার এই যুগে এসেও একইরকম গুরুত্বপূর্ণ। রাজনীতির মাঠ ও এফডিসির ময়দান কাঁপিয়ে ফেসবুক, ইউটিউবও মুখর ডিপজলের পদচারণায়। সম্প্রতি ডিপজলের ভার্চুয়াল পদচারণায় মুখর হয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব। গত ১৬ জুলাই ফেসবুকে ‘এনএসইউ সারকাজম’ নামক পেজ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি কম্পিউটার ল্যাবের ছবি পোস্ট হয়। ছবিটিতে দেখা যায়, ল্যাবের প্রতিটি কম্পিউটার স্ক্রিনেই উপস্থিত আছেন ডিপজল।

ছবিটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চলে আসে। ছবিটি একটু খেয়াল করলে দেখা যাবে, শুধু কম্পিউটার স্ক্রিনেই নয়, প্রোজেকশন স্ক্রিনেও হাসিমুখে ডিপজলের অবস্থান। এ বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নর্থ সাউথ শিক্ষার্থী eআরকিকে বলেন, ‘যতই ভাবি ল্যাব মিস দেবো, ল্যাব ততই আমাদের ডাকে- আহো ভাতিজা আহো! সুতরাং আমাদের ল্যাবের এমন গেটাপই ঠিক আছে!'

আমরা স্বয়ং ডিপজলের সাথেই যোগাযোগ করার চেষ্টা করেছি। ডিপজলের আঠারোশ বাহাত্তরটি ফেক প্রোফাইলের একটির সাথে যোগাযোগে সক্ষম হলে তার কাছে অনুভূতি জানতে চাই। তিনি বলেন, ‘বিছনাপাতি বিছায়া রঙিন বাত্তি জ্বালায়া এই ল্যাবে শুটিং করার ইচ্ছা আছে।'

এর আগেও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ছোট পরিসরে এমন নিদর্শন দেখা গিয়েছিল ঢালিউডের কিং খান নাম্বার ওয়ান শাকিব খানকে নিয়ে।

১৬১৫ পঠিত ... ২০:১০, জুলাই ১৮, ২০১৯

Top