বেশিরভাগ রুটে রিকশা চলাচল বন্ধ, ফেল করা ছাত্রদের কী কিনে দেবেন বাবা-মায়েরা?

৬৩৫ পঠিত ... ১৫:৩২, জুলাই ১৭, ২০১৯

আজ ১৭ জুলাই সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর জিপিএ-৫ পাওয়া ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর বাবা-মা আনন্দে উচ্ছ্বাসিত হতে পারলেও সেই সৌভাগ্য হয়নি বাকি ৯৬.৪৬% শিক্ষার্থীর। খারাপ রেজাল্টের পর মেয়েদের বিয়ে দেয়া আর ছেলেদের রিকশা কিনে দেয়া বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। কিন্তু এ বছর এইচএসসি দেয়া সন্তানদের বাবা-মায়েরা মুখোমুখি হয়েছেন এক অভূতপূর্ব সংকটের। 

ঢাকার গাবতলী-মিরপুর, কুড়িল-রামপুরা, শাহবাগ-সাইন্সল্যাব ইত্যাদি প্রধান রুটগুলোয় রিকশা চলাচল নিষিদ্ধ হওয়ার পর শহরে নতুন রিকশা নামানোর সুযোগও সীমিত হয়ে গিয়েছে। ফলে এইচএসসিতে আশানরূপ ফল না করা ছাত্রদের রিকশাও কিনে দিতে পারছেন না তাদের অভিভাবকরা। 

এ ব্যাপারে একজন এইচএসসি দেয়া ছাত্রের বাবা বলেন, ‘পরীক্ষায় খারাপ করলে ছেলে রিকশা পাবে, তা তো সবসময়ই দেইখা আসতেছি। আমি ফেল মারার পর আমারে রিকশা দিছিল আমার বাবা, তারে কিনে দিছিলো তার বাবা। পোলা আমার ডাব্বা মারলো, কিন্তু একটা রিকশা কিনে যে তারে চালাইতে দিবো, তেমন একটা রুটও পোলাটারে দিতে পারলাম না। বাপ হিসাবে আমি ব্যর্থ!’

এ বছর বরং বাবা-মাকেই অকৃতকার্য সন্তানেরা ব্যাকফুটে ফেলে দিয়েছে বলে জানা গেছে। জনৈক এইচএসসি অকৃতকার্য ছাত্র আমাদের বলেন, ‘পাশের বাসার আন্টির ছেলেও পরীক্ষায় সুবিধা করতে পারে নাই। কিন্তু তার বাবা তো তাকে রাইডার হওয়ার জন্য নতুন একটা সুজুকি জিক্সার কিনে দিছে। আর আমার বাপ-মা একটা রিকশাও কিনে দিলো না আমাকে। পাশের বাসার আংকেল থেকে তাদের কিছু শিখা উচিত!’ একইরকম মন্তব্য করেছেন পরীক্ষায় ভালো করতে না পারা আরও অনেক শিক্ষার্থী। 

উদ্ভূত সংকট মোকাবেলায় অনেক অভিভাবকই এখন ঝুঁকছেন বিকল্প কিছুর দিকে। যেমন, মিরপুর কালশীর এক অভিভাবক জানান, ‘আমি আমার ছেলেকে নৌকা কিনে দিব। আমাদের এলাকায় এক বর্ষাকালেই সে যা ইনকাম করতে পারবে, তাতে সাড়া বছর রিকশা চালানো দরকার নেই।’ কারো কারো কথায় পাওয়া গেছে উদ্ভাবনী ভাবনাও। মিরপুর প্রবাসী অন্য এক অভিভাবক বলেন, ‘ঠিক করেছি এই ঈদে ছেলেকে নৌকাই কিনে দিব। পরীক্ষায় ফেল করে রিকশা চালানো ব্যাকডেটেড আইডিয়া। বরং নৌকা নিয়ে কুবের রাইড শেয়ারিং সার্ভিসে যোগ দিবে। আর সাথে নৌকায় চাকাও লাগিয়ে দিব, যাতে বৃষ্টি না থাকলেও সেটা রাস্তায় চলে!’

৬৩৫ পঠিত ... ১৫:৩২, জুলাই ১৭, ২০১৯

Top