রশিদ খানের চেহারা বৃদ্ধ বানাতে পারছে না ফেসঅ্যাপ

৫৪৯ পঠিত ... ১৭:১৭, জুলাই ১৬, ২০১৯

কাঙ্গালিনী সুফিয়া পরাণের বান্ধবের কারণে বুড়ি হওয়ার কথা বললেও, সোশ্যাল মিডিয়ার মানুষজন একটি অ্যাপের সাহায্য নিয়ে সেকেন্ডের ব্যবধানেই বুড়ো হওয়ার স্বাদ নিতে পারছেন। ফেসঅ্যাপ নামক একটি অ্যাপ দিয়ে ছবি তুলার পর তা এলগরিদমের সাহায্যে বৃদ্ধ করে দেয়। অগণিত মানুষকে বৃদ্ধ বানিয়ে দিলেও চিরতরুণ আফগান অলরাউন্ডার রশিদ খানের বয়সকে কোনভাবেই বাড়াতে পারছে না অ্যাপটি। ফেসঅ্যাপের এক ডেভেলপার এক বিবৃতিতে তাদের এই অক্ষমতার কথা জানিয়েছেন।

চমকপ্রদ এই ফিচারটি বছর দু-এক আগে একবার ভাইরাল হলেও এ বছরে এসে আবার পেয়েছে জনপ্রিয়তা। ভবিষ্যতে পাকা চুল আর চেহারায় ভাঁজ থাকলেও শেষ বয়সে ‘কিউট’ বুড়োই হতে পারবেন, এমন আশায় ফেসবুকাররা নিজেদের বৃদ্ধায়নের ছবি পোস্ট করছেন ফেসবুকে। জয়া আহসান-পূর্ণিমার মতো চিরসবুজ তারকাদের বয়স বাড়িয়ে দিতে পারলেও ফেসঅ্যাপ কেন রশিদ খানকে বুড়ো বানাতে পারছে না তা নিয়তে জনমনে সৃষ্টি হয়েছে কৌতূহল।

শুধু ফেসঅ্যাপ কর্তৃপক্ষই নয়, বেশ কিছু ফেসবুকাররাও রশিদ খানের চেহারা ফেসঅ্যাপে বুড়ো বানাতে ব্যর্থ হয়েছেন। সামিউল আজিজ সিয়াম স্ট্যাটাস দেন, 'রশিদ খানের ছবি ফেসঅ্যাপে বুড়া বানাতে দিলাম, মোবাইলটাই হ্যাং করলো।' তৌকির আহমেদ লেখেন, 'এতদিন ক্যালকুলেটরে সিনট্যাক্স ইরর দেখছিলাম, এই প্রথম কোনো অ্যাপে সিনট্যাক্স ইরর পেলাম। রশিদ খান সত্যিই এক বিস্ময়!' 

বিষয়টি নিয়ে ফেসঅ্যাপের এই ডেভেলপার বলেন, ‘আমি কিংবা আমার এলগরিদম কেউই কিছু বুঝতে পারছি না। পূর্ণিমা, জয়া আহসান তাদের ছবিকেও বয়স্ক বানিয়ে দেওয়া গেল! অথচ রশিদ খানের ছবি দেওয়ার পর আমার অ্যাপটাই ক্র্যাশ করে ফেলল!’ কেন এমন হচ্ছে, এ ব্যাপারে তার মতামত জানতে চাইলে তিনি তেমন কোন মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে জনৈক ইনস্টাগ্রাম বিউটিশিয়ান বলেন, ‘বয়স বেড়ে চলা একটি প্রাকৃতিক বিষয়। যেখানে প্রকৃতিই পারছে না রশিদ খানের বয়স বাড়াতে, সেখানে এই সামান্য অ্যাপ কী করে পারবে?’  

স্বয়ং রধিদ খানের সাথে যোগাযোগ করা হলে দুনিয়াকাঁপানো এই অলরাউন্ডার eআরকিকে বলেন, ‘ছিদ্রান্বেষণকারী মানুষ সবসময়ই সন্দেহ করে আসছে, কী করে আমি ৯২ এর বিশ্বকাপ লাইভ দেখেও এখনো বিশ বছর বয়সে আটকে আছি! এখন তো বিশ্বাস হলো? এই অ্যাপেও আমার কিছু হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘সবার অংক মিললেও কাজী মারুফের যেমন অংক মিলে না, তেমনি আমার বয়সটাও বাড়ে না। বোর্ড পরীক্ষার সময়ও আমার বয়স বাড়ানো কমানো যায় নাই! আমার বলের মতো এটিও একটি রহস্য।’

৫৪৯ পঠিত ... ১৭:১৭, জুলাই ১৬, ২০১৯

Top