এইচএসসিতে ফেল করায় ছেলেদের রিকশার বদলে নৌকা কিনে দিচ্ছেন বাবা-মা

৪০১ পঠিত ... ১৪:২৫, জুলাই ১৬, ২০১৯

বোর্ড পরীক্ষায় ফেল করলে ঐতিহ্যগতভাবে ছেলেদের কিনে দেয়া হয় রিকশা আর মেয়েদের দেয়া হয় 'বিয়ে'। এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। 

তবে এবার ঘটলো ব্যাতিক্রমধর্মী ঘটনা। এ বছর এইচএসসি পরীক্ষায় ফেল করায় চট্টগ্রামের ছেলেদের রিকশার বদলে 'নৌকা' কিনে দিচ্ছেন অনেক বাবা মা। 

ঘটনার গভীরে গিয়ে জানা যায়, এ বছরের টানা বর্ষণ আর রাস্তাঘাটে গলা সমান পানি হওয়ার কারণেই বাবা মায়েরা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। 

এরকম একজন বাবার কাছে ছেলেকে নৌকা কিনে দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'ওয়েদার ডিমান্ডস। চট্টগ্রামের রাস্তায় এখন রিকশা চালিয়ে কতই বা ইনকাম করবে? অথচ আগ্রাবাদ এলাকায় নৌকার এক ট্রিপেই ওর এক সপ্তাহের পকেট খরচ উঠে যাবে।' 

এ সময় সেই ছাত্রের মা বৈঠা হাতে বলেন, 'আমাদের ছেলে কলম চালাইতে না পারলেও বৈঠা চালাইতে ঠিকই পারে। আপনারাও ভরসা রাখুন বৈঠায়।' 

সম্প্রতি নৌকাপ্রাপ্ত ছাত্র 'কুবের' তার নৌকার উপর দাঁড়িয়ে খুবই উচ্ছসিত হয়ে বলেন, 'ফেল করে আমি মুষড়ে পড়েছিলাম। এরপর বাবা-মা নৌকা কিনে দেয়ায় আমার ক্যারিয়ার-এর মোড় ঘুরে গেছে। রিকশা চালিয়ে এভাবে মোড় ঘোরানো সম্ভব হত না।' 

প্রেমের ক্ষেত্রেও নৌকার অবদান অপরিসীম এমনটা উল্লেখ করে কুবের লাজুক হেসে বলেন, 'ইন্টার পরীক্ষায় ফেল করেছি কিন্তু প্রেমের পরীক্ষায় পাস করে গেছি। আব্বু নৌকা কিনে দেয়ার পর আমি ইনবক্সে প্রচুর মেসেজ পেয়েছি। পাশের বাসার 'কপিলা' নক দিয়ে বলেছে 'আমাকে নিবা মাঝি লগে?' 

এ সময় জনৈক যাত্রী 'হালিশহর যাবা?' বলে ডাক দিলে কুবের বৈঠা হাতে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় কুবের জানায় 'সামনের বছর নৌকায় মটর লাগিয়ে ট্রলার বানানোর ইচ্ছা আছে।' 

শুধু বন্দরনগরী চট্টগ্রামই নয়, রাজধানী ঢাকার বাবা-মায়েরাও এমন সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষ করে মিরপুরে এইচএসসি ফেল করা সন্তানকে রিকশার বদলে নৌকা কিনে দিয়েছেন অনেক বাবা-মা। বাবা মা এর এমন একটা ভালো উদ্যোগই পারে সন্তানকে নতুন আলো দেখাতে। যুগের সাথে তাল মিলিয়ে বাবা-মায়ের এই অভিনব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 

৪০১ পঠিত ... ১৪:২৫, জুলাই ১৬, ২০১৯

Top