নকল পাসওয়ার্ড ব্যবহার করে এখন কি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন মালেক আফসারী?

৩৪৭ পঠিত ... ১৯:২০, জুন ১১, ২০১৯

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা 'পাসওয়ার্ড'। ইতোমধ্যেই প্রমাণ পাওয়া গেছে, সেটা কোরিয়ান সিনেমা 'দ্যা টার্গেট'-এর হুবহু নকল। অথচ পাসওয়ার্ডের পরিচালক মালেক আফসারী দাবি করেছিলেন, 'এই সিনেমা নকল নয়। কেউ নকল প্রমাণ করে দিতে পারলে দশ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সাথে সিনেমা বানানো ছেড়ে দিবেন তিনি।'

এখন মালেক আফসারী কি তার কথা রাখবেন? কে পাবে দশ লাখ টাকা। এই নিয়ে সারাদেশে চলছে তোলপাড়।

তবে দ্যা টার্গেটের সাথে পাসওয়ার্ডের কাহিনী (এবং প্রচুর দৃশ্য!) মিলে গেলেও এটাকে নকল বলতে নারাজ মালেক আফসারী। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে পাসওয়ার্ড কেন নকল না, সে বিষয়ে নানান যুক্তি দেখান। যুক্তিসমূহের মধ্যে অন্যতম একটা 'শক্ত' যুক্তি হলো, 'দ্যা টার্গেট দেড় ঘন্টার সিনেমা আর পাসওয়ার্ড আড়াই ঘন্টার। তাহলে নকল কিভাবে হয়?'

তবে তিনি আরও যেসব যুক্তি দিতে ভুলে গেছেন তা হলো, পাসওয়ার্ড সিনেমায় শাকিব খান আর বুবলি আছে, দ্যা টার্গেটে শাকিব খান-বুবলি নাই। সুতরাং নকল হওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া দ্যা টার্গেটে আগুন জ্বালাইলো আর পাগল মন শিরোনামে কোনো গানও নাই, তাই এখানেও প্রমাণিত হয় এটা নকল না।

এসব যুক্তি থেকে শুধু পাসওয়ার্ডই না, প্রমাণিত হয় এখন পর্যন্ত বাংলাদেশে কোনো নকল সিনেমা তৈরিই হয়নি। এমনকি পরীক্ষায় কোনো ছাত্র কখনো নকল করে না। ধরা পড়লেও তারা মালেক আফসারীর স্টাইলে যুক্তি দেখাতে পারবে, 'ও উত্তর লেখছে জননী বলপেন দিয়ে আর আমি লিখছি ম্যাটাডোর পিন পয়েন্ট দিয়ে, তাহলে নকল কিভাবে হয়?'

এ রকম চললেই আশা করা যায় দেশের সিনেমা শিল্পের মতন শিক্ষাব্যবস্থার উন্নতিও ঘটবে খুব দ্রুতই।

তবে শেষ পর্যন্ত পাসওয়ার্ড যদি নকল প্রমাণিত হয়েই যায়, তবে পরিচালকের ঘোষণা অনুযায়ী দশ লাখ টাকা পাবেন সিনেমার 'গল্পকার' আব্দুল্লাহ জহির বাবু। কারণ তিনিই প্রথম পরিচালককে জানান পাসওয়ার্ড সিনেমা দ্যা টার্গেটের নকল হতে যাচ্ছে... তাও আবার সিনেমা তৈরির আগেই!

৩৪৭ পঠিত ... ১৯:২০, জুন ১১, ২০১৯

Top