স্যুপের শক্তি বাড়াতে এলো ‘ব্যাটারিচালিত স্যুপ’

৩২৯ পঠিত ... ২৩:১৬, জুন ০৮, ২০১৯

সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে স্যুপের খ্যাতি বিশ্বজোড়া। স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে স্যুপে নিত্য নতুন উপাদান যোগ করা হয়। এই তালিকায় এবার যোগ হলো, শক্তিবর্ধক ব্যাটারি। বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে ব্যাটারিচালিত স্যুপ। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে এই স্যুপ পাওয়া যায়।

 

কিছুদিন আগে রাজধানীর একটি অভিজাত এলাকার রেস্টুরেন্টে করা এই শক্তিবর্ধক স্যুপের ভিডিও ফেসবুকে প্রকাশ হলে বেশ সাড়া পড়ে যায় সাধারণ মানুষের মাঝে। ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, একটি রেস্টুরেন্টে স্যুপ খাওয়ার এক পর্যায়ে স্যুপের বাটিতে একটি ব্যাটারি আবিষ্কার হয়। প্রকাশের পরপরই চাঞ্চল্য সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। আর সৃষ্ট চাঞ্চল্য স্পর্শ করে eআরকিকেও। তাই বিষয়টি বুঝতে আমরা চলে যাই ঘটনাস্থলে। জানতে চাই এই ব্যাটারি মিশ্রিত স্যুপের রহস্য। রেস্টুরেন্টের এক মুখপাত্র eআরকিকে বলেন, ‘ব্যাটারিতে আছে জিংক, ম্যাঙ্গানিজ, কার্বন ইত্যাদি খণিজ। এসব খণিজ পদার্থ মানবদেহের গঠন ও বৃদ্ধিতে খুবই দরকারি। তাই সবাই যেন এসব খণিজ পায়, তাই আমাদের এই উদ্যোগ।’

 

এই নতুন মেন্যু নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন ভোক্তারাও। রেস্টুরেন্টে ঘুরতে আসা একজন জানান, ‘আমি শুনেছি এই স্যুপের কথা। শুনেই মনে হয়ছে, এই তো আমি চাই। শরীরে খুবই ইলেক্ট্রোলাইটের ইমব্যালান্স চলছে। দুর্বল হয়ে পড়েছি। এখন যদি ব্যাটারিচালিত স্যুপ খেয়ে আমার স্বাস্থ্য ফিরে আসে।’ আবার তরুণেরা অনেকেই আসছেন কিছুটা চার্জের আশায়। এমনই এক তরুণ eআরকিকে বলেন, ‘আমার চেতনা কাজ করছে কিন্তু মেশিন কাজ করছে না। ডাক্তার বলছে, ক্যালসিয়ামটা কম... তাই একটু চার্জের আশায় আসলাম এই স্যুপ খেতে।’

তবে ফেসবুকে ভিডিওটির কমেন্ট সেকশনে অবশ্য খানিকটা ভিন্নমত পাওয়া গেছে। অনেকেই স্যুপের প্রায় এক-তৃতীয়াংশ খাওয়ার পর স্যুপের অস্তিত্ব আবিষ্কারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। এই আপত্তির সাথে অনেকেই সুর মিলিয়েছেন। তাদের ধারণা এটি একটি কারসাজিই বটে। অবশ্য এ নিয়ে তর্কের উর্ধ্বে উঠে সকলে চাইছেন নতুন এই স্যুপ রেসিপি পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে।

৩২৯ পঠিত ... ২৩:১৬, জুন ০৮, ২০১৯

Top