বাংলাদেশের রিয়াল-বার্সা সমর্থকদের ধন্যবাদ জানালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ

৭১৪ পঠিত ... ১৯:১০, মে ০৯, ২০১৯

এক রুদ্ধশ্বাস সেমিফাইনালে পরাক্রমশালী বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠছে ইংলিশ ক্লাব লিভারপুল। এই ম্যাচে মাদ্রিদ-জুভ ঐক্যজোটের বাঁধভাঙা সমর্থন পেয়েছে লিভারপুল। এছাড়াও ২০১৭-১৮ মৌসুমের ফাইনালেও লিভারপুল সমর্থন পেয়েছিল বার্সেলোনা সাপোর্টার্স ইউনিটের। পরপর দুই মৌসুমে স্প্যানিশ দুই ক্লাব থেকে এই পরিমাণ সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।

সেমিফাইনাল পরবর্তী অ্যানফিল্ডে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্লপ। সালাহ-ফিরমিনো বিহীন ম্যাচে পূর্ণশক্তির বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় লিভারপুল। এমন ঐতিহাসিক জয়ের পর স্বভাবতই আনন্দে আত্মহারা লিভারপুল দল। ম্যাচ নিয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন উচ্ছ্বসিত কোচ। এক পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, খেলোয়াড়দের পারফর্মেন্সের বাইরেও অন্য কোন প্রভাবক এমন খেলার পিছনে কারণ হিসেবে ছিল কি না। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লিভারপুলের ফ্যানরা পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যান। নিঃসন্দেহে অ্যানফিল্ডের দর্শকদের সমর্থন আমাদের জয়ে বিশেষ ভূমিকা রেখেছে। তবে সত্যি বলতে বাংলাদেশের বার্সা ও রিয়াল ফ্যানদের জন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

এমন মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিশ্বজুড়ে এতো এতো সমর্থক থাকলেও কেন লা লিগার তীর্থভূমি বাংলাদেশের কথা বলছেন তিনি, এমন প্রশ্নের উত্তরে ক্লপ বলেন, ‘বাংলাদেশ সবসময়ই আমাদের পাশে ছিল। গত বছর আমরা পেয়েছি বার্সা সমর্থকদের। ফাইনালের আগে আমার সাথে বাংলাদেশ থেকে একাধিক বার্সা সাপোর্টারদের দল কথা বলেছিল। তারা সেবার আমাদের পুরোপুরি সাপোর্ট দিয়েছিল। কিন্তু তারপরেও আমরা পারিনি মাদ্রিদকে হারাতে। এবার ভেবেছিলাম আমরা হয়ত আর সমর্থন পাব না। কিন্তু এবার আমাদের প্রতি সমর্থন দিয়েছিল রিয়াল সাপোর্টাররা।’

জানা যায়, গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের বিপক্ষে লিভারপুলকে সমর্থন দিতে বার্সা-লিভারপুল ঐক্যজোট গঠন হয়েছিল ঢাকার মিরপুরে। সব ধরনের প্রচারণার পরেও মাদ্রিদকে হারাতে ব্যর্থ হয়েছিল লিভারপুল। আর চলতি মৌসুমে দ্বিতীয় রাউন্ড থেকেই মাদ্রিদের বিদায়ে বাংলাদেশের মাদ্রিদিস্তারা অসহায় বিপন্ন হয়ে পড়লে প্রথমে রোনালদোভিত্তিক সংগঠন ‘আমরা ছোটবেলা থেকে জুভ সাপোর্টার’ গঠিত হয়। পরে ইউসিএল জুভেন্টাসও বিদায় নিলে এবং সেমিতে বার্সার প্রতিপক্ষ হিসেবে লিভারপুল নিশ্চিত হলে আগের সংগঠনের বিলুপ্তি ঘোষণা করে ‘মাদ্রিদ-জুভ-লিভারপুল ঐক্যজোট’ গঠন করা হয়। এই সংগঠনের মাধ্যমেই লিভারপুলকে বাঁধভাঙা সমর্থন দেওয়া হয়েছে এবং জয় ছিনিয়ে আনা গেছে বলেই অভিমত ব্যক্ত করেছেন লিভারপুলের হেভি মেটাল কোচ।

৭১৪ পঠিত ... ১৯:১০, মে ০৯, ২০১৯

Top