রশিদ খানের এসএসসির রেজাল্ট জানতে ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়ছে ফেসবুকাররা

৪১৮ পঠিত ... ১৬:১৪, মে ০৬, ২০১৯

আফগান ক্রিকেটার রশিদ খান কি এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন? দিয়ে থাকলে পাশ করেছেন না ফেল? কী তার রেজাল্ট? আজ সারাদিন তাই রশিদ খানের এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়েছে দেশি-বিদেশি ফেসবুকাররা। শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক গুগল হয়ে ইএসপিএন ক্রিকইনফো আর ক্রিকবাজের ওয়েবসাইটেও রশিদ খানের রেজাল্ট খুজছে উৎসাহী জনতা।

জনৈক বাংলাদেশি ফেসবুক ইউজার এ বিষয়ে eআরকিকে জানান, 'রশিদ খানের যা বয়স, সে অনুযায়ী তো এবারই এসএসসি পরীক্ষা দেয়ার কথা। বেচারা কেমন রেজাল্ট করলো জানা দরকার। খুব টেনশন হচ্ছে। আমি তার বড় ফ্যান। এ প্লাস না পেলে যদি সানরাইজ হায়দ্রাবাদ তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয়?'

আরেক ব্যক্তি অবশ্য রশিদ খানকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, 'পোলারে দেখলেই বোঝা যায় ট্যালেন্ট আছে। এ প্লাস পেয়ে যাবে শিওর। ইংলিশে তো সে খুবই ভালো, ইংলিশে মিস হওয়ার কোনো চান্স নাই। তবে এবার ম্যাথ প্রশ্ন যা কঠিন হয়েছিলো, তাতে গোল্ডেন না ছুটে গেলেই হয়।'

এদিকে রশিদ খানের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি এবার এসএসসি দেননি। সবই তার হেটারদের ষড়যন্ত্র। যারা রশিদ খানের বয়স না বাড়া নিয়ে যারা জেলাস, তারাই চায় এসএসসি পরীক্ষার গুজব ছড়িয়ে একটা বাচ্চা ছেলের বয়স বাড়াতে। কিন্তু প্রকৃত সত্য হলো, তিনি এবার জেএসসি দেবেন। এসএসসির এখনো অনেক দেরি।

৪১৮ পঠিত ... ১৬:১৪, মে ০৬, ২০১৯

Top