সারাদেশে পালিত হচ্ছে 'দূরসম্পর্কের আত্মীয়দের খোঁজ নেয়া' দিবস

৬১১ পঠিত ... ১৫:৫১, মে ০৬, ২০১৯

আজ সারাদেশে তুমুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে, 'জাতীয় দূরসম্পর্কের আত্মীয়ের খোঁজ নেয়া দিবস।' প্রসঙ্গত, প্রতি বছর এসএসসি ও এইচএসসির রেজাল্টের দিন দুইটিতে এই দিবসটি পালিত হয়ে থাকে।

প্রতি বছরের মতো এবারও এসএসসি পরীক্ষার রেজাল্ট উপলক্ষে এই দিবসটি পালন করছে পরীক্ষার্থীদের দূরসম্পর্কের যাবতীয় আত্মীয় ও পাশের বাসার আন্টিরা। সারা বছর কোনো খোঁজ না থাকলেও আজ দেখা মিলছে তাদের৷ সারা দেশ ঘুরে এমনটাই জানতে পেরেছেন আমাদের eআরকির এসএসসি ফেল করার রেজাল্ট বিষয়ক প্রতিবেদক৷ তিনি জানান, 'আজ ভোর থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে এই দিবসটি পালন করার কাজ শুরু হয়ে গেছে। দূরসম্পর্কের আত্মীয়রা স্ব স্ব ফোনের নিকট সতর্ক অবস্থান নিয়েছেন। জানালার পাশে ঠায় দাঁড়িয়ে আছেন পাশের বাসার আন্টিরা। রেজাল্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই খোজ নেয়ার জন্য ঝাপিয়ে পড়বেন তারা।'

এক পরীক্ষার্থীর দূরসম্পর্কের জনৈক আত্মীয়া eআরকিকে জানায়, 'গতকাল রাত থেকে ফোনের পাশে বসে আছি। পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত যারা আছে সবাইকে ফোন করে রেজাল্ট জানতে চাইবো। এ প্লাস পেলে তো ভালো না পেলে বলবো, অমুকের মেয়ে গোল্ডেন পাইছে আর তুমি এ প্লাসও পেলে না?'

এরকম করে কী লাভ হয় জানতে চাওয়া হলে ঐ আত্মীয়া মুচকি হেসে বলেন, 'লাভ লস জানি না, তবে ভালো লাগে। সারা বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। গত রাতেই ফোনে হাজার টাকা লোড দিয়ে রেখেছি। সারা রাত ফোনে ফুল চার্জ দিয়েছি। আজ রেজাল্টটা শুধু দিক, তারপর খেলা হবে।'

আরেকজন পাশের বাসার আন্টির কাছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বিরক্ত হয়ে বলেন, 'খুব টেনশনে আছি, এখন ডিস্টার্ব কইরেন না। পাশের বাসার ভাবির মেয়েটা এ প্লাস পেয়ে গেলে যা যা বলব ভাবছিলাম সব প্ল্যান ভেস্তে যাবে৷ দোয়া করেন যেন সে এ গ্রেডের বেশি না পায়।'

আজকের দিবসটি নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, 'দিবস টিবস জানি না। দেশে কোনো রেজাল্ট দিলেই স্বতস্ফূর্তভাবে আশেপাশের সব ছাত্রছাত্রীদের জ্ঞান দেই। কোনো দিবসের জন্য এই কাজ করি না, করতে ভালো লাগে বলে করি, ভেতর থেকে তাগিদ অনুভব করি বলেই খোঁজ নেই।'

এই দিবস উপলক্ষে চারিদিকে ওত পেতে থাকা দূর সম্পর্কের আত্মীয় আর পাশের বাসার আন্টি থেকে সাবধান থাকার জন্য পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা অর্থাৎ আগে এ প্লাস মিস করা শিক্ষার্থীরা।

৬১১ পঠিত ... ১৫:৫১, মে ০৬, ২০১৯

Top