এসএসসির ফল প্রকাশ : শহরে হুট করে বেড়ে গেছে রিকশাচালকের সংখ্যা

৪৩৮ পঠিত ... ১৩:১৫, মে ০৬, ২০১৯

প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার ফল। আর ফল প্রকাশের সাথে সাথেই বেড়ে গেল শহরের রিকশাচালকের সংখ্যা। এক অবিশ্বস্ত সূত্রে জানা গেছে, শহরে প্রতি কিলোমিটারে আগে যেখানে দেড়শ রিকশা দেখা যেত, এখন সেখানে কিলোমিটারপ্রতি রিকশা সংখ্যা দুইশ। মূলত এ বছরের এসএসসি ফলাফলকে ঘিরেই ঘটছে এমন ঘটনা।

নাম প্রকাশ করতেই হবে, এমন শর্তে জিপিএ ফাইভ না পাওয়া এক শিক্ষার্থী বলেন, 'এই প্রশ্ন ফাঁস না হওয়ার যুগেও প্রশ্ন পেয়েছিলাম। মুখস্থও করেছি। কিন্তু সময় স্বল্পতার কারণে উত্তরের সবটা মুখস্থ করা সম্ভব হয়নি। তাই খাতা দেয়ার পর প্রশ্ন দেখার আগেই প্রশ্নটাই ঝাড়া মুখস্থ লিখে দিয়ে এসেছি! জিপিএ ফাইভ যে আসবে না বুঝতে পারছিলাম। আর বাবা তো সেই ফার্স্ট ইয়ারেই (ক্লাস নাইনে) বলে দিয়েছিল, জিপিএ ফাইভ না পেলে রিকশা কিনে দেবেন, তাই আগে থেকেই রিকশা চালিয়ে প্র্যাকটিস করে নিচ্ছি। আচ্ছা ইয়ে, আপনি কি গ্রিনরোড যাবেন সাক্ষাৎকার শেষে? নামায় দেব? তিরিশ টাকা ভাড়া লাগবে মামা।'

অন্যদিকে আরেকজন কিশোর রিকশাচালক প্রতিবেদক দেখে নিজেই ছুটে এলেন, আগ্রহ করেই জানালেন হুট করে তার এই পেশায় পদার্পণের নেপথ্য কাহিনী, 'আমি একটা মেয়েকে ভালোবাসি। সে এবার এসএসসি দিয়েছিল। তার বাবা তাকে বলেছিল, সে ফেল করলে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আর যা অবস্থা দেখলাম প্রতি পরীক্ষার আগের রাতে মেসেঞ্জারে চ্যাট করার সময়, তাতে এই মেয়ে প্রশ্ন পেয়েও পাশ করতে পারবে বলে মনে হচ্ছিল না! আজকে দেখলাম ফেল করেছে সে। তাই বাধ্য হয়েই রিকশার হ্যান্ডেল হাতে তুলে নিয়েছি। এই সুযোগ ছাড়া যায় নাকি মিয়া!'

এদিকে হঠাৎ করে রিকশা বেড়ে যাওয়ায় জনজীবনে একটু হলেও নেমে এসেছে শান্তির ছাপ। রিকশা ভাড়াও কাশেম বিন আবু বাকারের উপন্যাসের প্রেমের মত লাইনে চলে এসেছে। তবে একজন সচেতন নাগরিক চিন্তিতভাবে বলেন, 'ছেলেরা রিকশা যে চালাবে, রাস্তাঘাট কই শহরে! সব তো খাদ! ওদের আসলে নৌকা চালানোর প্র্যাকটিস করা উচিৎ ছিল। আমার ছেলেকেও আমি বলেছিলাম, এ প্লাস না পেলে ওকে আমি নৌকা কিনে দেব। এখন সদরঘাট যাচ্ছি ওর জন্য নৌকা কিনতে!'

৪৩৮ পঠিত ... ১৩:১৫, মে ০৬, ২০১৯

Top