রকমারিতে 'হাউ টু কনসেনট্রেট' বইয়ের অর্ডার দিলেন নুরুল হক

১৭৩৩ পঠিত ... ২৩:০৫, মার্চ ১৭, ২০১৯

গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পরদিন ডাকসুর পুনর্নির্বাচন দাবি করার ব্যাখ্যা দিয়ে নুরুল হক নূর বলেছেন, গণভবনের ওই অনুষ্ঠানে ছাত্রলীগের অনেক নেতাকর্মী দেখে ‘কনসেনট্রেশন হারিয়েছিলেন’ তিনি।

নূর বলেন, ‘কালকে গণভবনে যেটা, আমরা প্রথমে শুনেছিলাম যে, সেখানে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সেখানে আমরা দেখেছি যে, হল পর্যায়ের ও অন্যান্য ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল। সেখানে যাওয়ার পর আমার নিজেরও অস্বস্তিবোধ হয়েছে। সেজন্য আপনারা জানেন যে, আসলে স্বাভাবিকভাবে মানুষের কনসেনট্রেশনটা একবার নষ্ট হয়ে যায়, আমি অনেক কথা বলতে পারিনি।’

এই খবর পাওয়া মাত্র আমাদের প্রতিবেদক কনসেনট্রেশন হারিয়ে নুরুল হকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ভুল ছাত্রলীগ সভাপতি শোভনের সঙ্গে যোগাযোগ করে ফেলেন। অতঃপর আরও এক দফা কনসেনট্রেশন হারিয়ে নুরুলকে নক দিতে গিয়ে তিনি নক দেন তারই এক ফেক আইডিকে।

কনসেনট্রেশন কি ফিরে পেয়েছেন, এমন প্রশ্ন করা হলে তিনি (নুরুল হকের ফেক আইডি) বলেন, ‘ব্রাউজারে এড ব্লকারের মতো ‘ছাত্রলীগব্লকার’ নামক একটা প্লাগইন ইউজ করছি, এতে সমস্যা কিছুটা কমেছে। তবে... দাড়ান একটা ফোন আসছে, পরে নক দিচ্ছি।’

একটু পরে নুরুল (ফেক আইডি) নিজেই নক দিয়ে বলেন, ‘তবে হ্যাঁ, ছাত্রলীগব্লকার ব্যবহার করলেও ছাত্রলীগের ভাইদের সঙ্গে মিলেমিশে কাজ করতে কিন্তু আমার কোনো সমস্যা নেই। শোভন ভাই হয়তো ভোটে হেরে গেছেন, কিন্তু তার মধ্যে আমি আমার ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পাই। নাম আলাদা হতে পারে, পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু একটাই, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ...’

কিন্তু আপনি না ডাকসু পুনর্নির্বাচন চাইলেন? ছাত্রলীগের বিরুদ্ধে নির্বাচনে নানান অনিয়মের অভিযোগ আনলেন? এমন প্রশ্ন করার পর নুরুল (ফেক আইডি) কিছুক্ষণ মেসেজ সিন করে রেখে এরপর রিপ্লাই করেন- ‘ও সরি। আসলে শোভন ভাই ফোন দিছিলো, হুট করে কনসেনট্রেশন হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, যা বলছিলাম, অবশ্যই আমরা ডাকসু পুনর্নির্বাচন চাই। ভিপি ও সমাজসেবা বাদে বাকি সব পদে পুনর্নির্বাচন দিতে হবে।’

কিন্তু স্বতন্ত্র জোটসহ ডাকসু নির্বাচন বর্জন করা সকলেই তো সব পদেই পুনর্নির্বাচন চাচ্ছে, এই দাবিতে আপনিও তো তাদের সঙ্গে আছেন বলে দাবি করেছেন, এমন প্রশ্ন করা হলে সম্ভবত নুরুল (ফেক আইডি) আবারও কনসেনট্রেশন হারিয়ে ফেলেন। এরপর বেশ কিছুক্ষণ বাদে রিপ্লাই করেন, ‘সরি, লিটন ভাই নক দিছিলো, কনসেনট্রেট করতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সব পদেই আবার নির্বাচন দিতে হবে। আমি ডাকসুর ভিপি, আমি যেহেতু বলছি, অবশ্যই সব পদে পুনর্নির্বাচন দিতে হবে।’

কিন্তু ডাকসুর ভিপি হিসেবে আপনি দায়িত্ব নেবেন কিনা, এ ব্যাপারে যে এখনও সিদ্ধান্ত নেননি বলে দাবি করলেন? এমন প্রশ্ন করা হলে তিনি বেশ কিছুক্ষণ মেসেজ সিন করে রেখে বলেন, ‘সরি, অন্য ট্যাবে রকমারিতে একটা বই খুঁজছি, হাউ টু কনসেনট্রেট। এটা খুঁজতে খুঁজতে ভুলে ম্যাক্সিম গোর্কীর “মাদার” অর্ডার দিয়ে ফেলেছিলাম। কী যে অবস্থা, আপনার কাছে বইটার পিডিএফ হবে?’

১৭৩৩ পঠিত ... ২৩:০৫, মার্চ ১৭, ২০১৯

Top