সেলিব্রেটি গ্যালারির ভাস্কর্যগুলো দেখে মৃণাল হকের প্রতিকৃতি বানাতে চায় মাদাম তুসো জাদুঘর

২৭৪৪ পঠিত ... ২০:৪৫, জানুয়ারি ৩০, ২০১৯

[eআরকি একটি স্যাটায়ার ওয়েবসাইট। এখানে প্রকাশিত কোনো খবর বিশ্বাস অবিশ্বাস যা-ই করুন না কেন, নিজ দায়িত্বে করুন।]

সারাজীবন বিভিন্ন মানুষের ভাস্কর্য বানিয়েছেন মৃণাল হক। আর এবার লন্ডনের মাদাম তুসো জাদুঘর বানাতে চায় তারই প্রতিকৃতি। একজন বাংলাদেশি হিসেবে তিনি কি এই বিরল গৌরব অর্জন করতে যাচ্ছেন?

সম্প্রতি মৃণাল হকের উদ্যোগে ঢাকার গুলশান-১ এ যাত্রা শুরু করছে ‘সেলিব্রেটি গ্যালারি’। সেখানে তিনি একের পর এক তৈরি করছেন সেলিব্রেটিদের বিস্ময়কয় সব প্রতিকৃতি। সেসব সুররিয়ালস্টিক প্রতিকৃতি দেখে দর্শকরা ভাবনার অতল জগতে হারিয়ে যাচ্ছেন৷ অনেক দর্শককে ভাস্কর্যের সাথে আসল মানুষের মিল খোঁজার ব্যর্থ চেষ্টা করতেও দেখা গেছে। তাদের অনেকেই দাবি তোলেন, মাদাম তুসোতে মৃণাল হকের একটি ভাস্কর্য না থাকলে যেন মাদাম তুসো মিউজিয়ামটাই অপূর্ণ রয়ে যাবে। সেই দাবিটাই বুঝি পৌঁছে গেছে সুদূর লন্ডনে।

মৃণাল হকের 'সেলিব্রেটি গ্যালারি'র ভাস্কর্যগুলোর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সেগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে। তারই রেশ ধরে মাদাম তুসো জাদুঘর হয়তো এই বিরল সম্মাননা দেয়ার কথা ভাবছে!



খবরটা শোনা মাত্র লন্ডনের মেরিলিবোন রোডে গিয়ে আমরা দেখতে পাই, মাদাম তুসো কর্তৃপক্ষ তাদের জাদুঘরের সামনে মৃণাল হকের বিরাট ছবিসহ পোস্টার টানিয়েছে। পোস্টারে মৃণাল হকের নামের পাশে লেখা - 'দ্যা ম্যান হু মেকস থিংস ডিফ্রেন্টলি'। 

মাদাম তুসোর চেয়ারম্যান আমাদের বলেন, 'মৃণাল হক মানুষের শারীরিক প্রতিকৃতি তৈরি করতে চাননি। তিনি মূর্তিতে মানুষের মনের রূপকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এজন্যই চিনতে একটু সমস্যা হয়।'

মৃণাল হক ভিন্নভাবে দেখতে শিখিয়েছেন, এমনটা উল্লেখ করে তিনি বলেন, 'মৃণাল হকের তৈরিকৃত মূর্তির গায়ে 'নাম' লেখা না থাকলে সেটা কার মূর্তি তা চেনা যায়না, এটাই নজর কেড়েছে মাদাম তুসো কর্তৃপক্ষের। আর এ কারণেই আমরা এখানে এই মেধাবী শিল্পীর প্রতিকৃতি বানানোর কথা ভাবছি।'

অবশ্য এ খবরে মৃণাল হক কোনো মন্তব্য করেন নি। তবে ফেসবুকের তার নামের একটি ফেক প্রোফাইল থেকে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, 'মাদাম তুসোতে নিজের মূর্তিটা আমি নিজেই বানাতে চাই।'

 

আরও পড়ুন-

২৭৪৪ পঠিত ... ২০:৪৫, জানুয়ারি ৩০, ২০১৯

Top