১০ টাকায় সমুচা-সিঙ্গাড়ার কথা জেনে ঢাবি ভর্তি কোচিং করছেন শায়েস্তা খাঁ

৪২১৬ পঠিত ... ১৯:০১, জানুয়ারি ২৯, ২০১৯

মনোযোগ সহকারে নিয়মিত ঢাবি ভর্তি কোচিং এর ক্লাস করছেন শায়েস্তা খাঁ। তবে স্নাতক ডিগ্রী অর্জন করে বিসিএস দেয়ার জন্য নয়, শুধুমাত্র টিএসসির দশ টাকার সিঙ্গারা, সমুচার জন্যই তিনি ভর্তি হতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভিসির দেয়া জ্বালাময়ী বক্তব্যটি স্থান, কাল, পাত্র অতিক্রম করে দিকে দিকে ছড়িয়ে পড়লে শায়েস্তা খাঁও ব্যাপারটি সম্বন্ধে জানতে পারেন। আর সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যেভাবেই হোক খেতে হবে ঢাবির দশ টাকার সমুচা, সিঙ্গারা, চা আর চপ।

কোচিং-এর একটা ক্লাস শেষে ব্যাগ কাঁধে বের হয়ে শায়েস্তা খাঁ আত্মবিশ্বাসী কন্ঠে আমাদের বলেন, 'দশ টাকার সিঙ্গারা সমুচা ইউনিটের জন্যই কোচিং করছি। প্রিপারেশন ভাল। এই ইউনিটে যে কয়বারই ভর্তি পরীক্ষা হোক, চান্স পাবো আশা রাখি।'

ভিসি স্যার এর দশ টাকায় সমুচা সিঙ্গারার অফারটি তার 'এক টাকায় আট মণ চাল'- এর থিওরিকে ম্লান করে দিয়েছে এমনটা উল্লেখ করে শায়েস্তা খাঁ বলেন, 'আমি সেকেন্ড টাইমারদের স্পেশাল ব্যাচে কোচিং করছি। ফলে প্রিপারেশন নেয়ার সময় পাচ্ছি পুরো এক বছর। এটা আমাকে বাড়তি প্রেরণা যোগাচ্ছে।'

ঢাবিতে চান্স পেলে কোনো কোচিং এর দেয়া মিষ্টি খাবেন কিনা এমন প্রশ্নে শায়েস্তা খাঁ মুখে বিরক্তির ছাপ এনে বলেন, 'মিষ্টি খাবো না। তবে কেউ যদি টিএসসির দশ টাকার সিঙ্গারা সমুচা অফার করে তাহলে আমি না বলতে পারবো না।'

এছাড়া বাড়তি যত্নের জন্য শায়েস্তা খাঁ নিজের বাসায় বুয়েটের ভাইয়ার কাছে প্রাইভেট পড়ছেন বলেও জানিয়েছেন। তবে ভর্তি পরীক্ষার প্রশ্ন যেন পাঁচ মিনিট আগে ফাঁস না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে তিনি ভিসির প্রতি অনুরোধ করেন।

এ সময় কোচিং এ অন্য ক্লাসের সময় হয়ে গেলে শায়েস্তা খাঁ আমাদের বিদায় জানিয়ে যেতে যেতে বলেন, 'ছাত্রনং দশটাকারং সমুচানং তপঃ'।

 

আরও পড়ুন-

৪২১৬ পঠিত ... ১৯:০১, জানুয়ারি ২৯, ২০১৯

Top