বাংলাদেশ ব্যাংকের পর এইচএসসির রেজাল্টের সোনাও ধাতুতে পরিণত হলো

৫৭৪ পঠিত ... ১২:১১, জুলাই ২০, ২০১৮

বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা উধাও হয়ে যাওয়ার খবর চাপা পড়ে যাওয়ার আগেই প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট। সারাদেশে যখন বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা সোনার চাকতি ও আংটির মিশ্র বা সংকর ধাতুতে পরিণত হওয়া নিয়ে জল্পনা কল্পনা চলছে, সে সময়ই বিপুল পরিমাণ সোনা উধাও হয়ে গেলো এইচএসসি রেজাল্ট থেকে।

১৯ জুলাই প্রকাশিত এইচএসসির ফলাফলে দেখা যায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। গতবার পেয়েছিলেন ৩৭ হাজার ৭২৬ জন। ফলে জিপিএ ৫ কম পেয়েছে ৮ হাজার ৪৬৪ জন। এ প্লাসই যখন কমেছে, গোল্ডেন এ প্লাস যে কমেছেই তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরাও তাই দাবি করছেন, রেজাল্টের বেশিরভাগ গোল্ডেনই সংকর ধাতুতে পরিণত হয়েছে।

এ ব্যাপারে ফেসবুকে শিক্ষা সংক্রান্ত প্রায় ২৫টি পেজ চালানো একজন অনলাইন শিক্ষা গবেষকের মতামত না জানতে চাওয়া হলেও তিনি জোর করে নিজের মতামত দেন- 'এবারের রেজাল্ট আসলে একটি ধাতব রেজাল্ট। আগে রেজাল্টের দিন রাস্তায় গোল্ডেন বলে ডাকলে কমপক্ষে পচিশ জন হাত তুলতো। সেদিকে এ বছর এলাকায় একটা গোল্ডেন পাওয়া যাচ্ছে না। আমার হোমপেজে একজনও গোল্ডেন পায়নি। এ থেকেই মনে হচ্ছে, বেশিরভাগ গোল্ডেনই এবার ধাতুতে পরিণত হয়েছে। এখনকার ছেলেমেয়েরা মেটাল গান বেশি শোনে! এ কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।'

তবে পরীক্ষার খাতায় ইংরেজিতে আশি মানে 80 লেখাকে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা চল্লিশ (৪০) ভেবে থাকতে পারেন বলেও তিনি মতামত দেন।

মাত্র দুবছর আগে এসএসসিতে দেদারসে সোনা পাওয়া শিক্ষার্থীদের রেজাল্ট থেকে মাত্র ২ বছরের ব্যবধানেই কিভাবে সোনার এমন বিলুপ্তি ঘটলো, তা নিয়ে চলছে 'জাতীয় আন্টি বোর্ড পরীক্ষা গবেষণা কেন্দ্রে বিস্তর গবেষণা। পুরো উত্তর সিটি কর্পোরেশনের প্রায় সব বাসার ছেলেমেয়েদের রেজাল্ট জানা একজন পাশের বাসার আন্টি জানান, 'আশেপাশের কোনো বাসায়ই কেউ গোল্ডেন পেয়েছে বলে জানা যায়নি। এ প্লাসের মধ্যেও বেশিরভাগই গোল্ডেন না পাওয়ায় কারো বাসায় গিয়ে শান্তিতে অন্য বাসার ছেলেমেয়েদের ব্যাপারে গসিপও করা যাচ্ছে না।'

তবে এসএসসি-এইচএসসির মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ব্যাপারে কোনো সোনার কারবার নেই বলে সেখানে ফলাফল ধাতুতে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনটা ভেবে স্বস্তিতে আছেন গোল্ডেন মিস করা বেশ কিছু শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভর্তি পরীক্ষার্থী জানালেন এমনটাই- 'ভেবেছিলাম গণিত অলিম্পিয়াডে যাবো। কিন্তু গোল্ড জেতার পর যদি দেখি গোল্ড ধাতু হয়ে গেছে, সেই চিন্তায় এডমিশন টেস্ট দিচ্ছি। দেখি কী হয়, দোয়া কইরেন ভাই। চান্স না পাইলে মানুষ বলবে এক্সিডেন্টাল এ প্লাস...'

৫৭৪ পঠিত ... ১২:১১, জুলাই ২০, ২০১৮

Top