চাকরির ক্ষেত্রে 'প্রেমিক কোটা' চালু করার দাবিতে তীব্র আন্দোলনে যাচ্ছে প্রেমিকরা

৬৬৬ পঠিত ... ১৯:৩০, নভেম্বর ২৯, ২০১৭

চাকরির ক্ষেত্রে 'প্রেমিক কোটা' চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশের প্রেমিক সমাজ। ভাগ্যের হাতে প্রতিনিয়ত থাপ্পড় খাওয়া এই প্রেমিক সম্প্রদায় আশার আলো খুঁজে পেয়েছে যুবলীগ সভাপতির তেজস্বী বক্তব্যে। (সূত্র: eআরকি)

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়ানো হবে না, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন মন্তব্যে ক্ষেপে ওঠেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।

বয়সসীমা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে যুবলীগ সভাপতি বলেন, সরকারি চাকরিতে বয়সের বেড়াজালে তরুণরা চাকরি পাচ্ছেন না। চাকরি না পাওয়ার কারণে তারা তাদের প্রেমিকাকে হারাচ্ছেন।
শেখ হাসিনার ডিজিটাল সরকারের আমলে প্রেমিকা হারানো কিংবা বিয়ে ভেঙে যাওয়ার মতো ব্যাপার চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওমর ফারুক। (সূত্র: বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম)

আর এতেই ফুঁসে উঠেছে গোটা প্রেমিক সমাজ। প্রেমিকলীগ এবং প্রেমিকদল একত্র হয়ে ডাক দিয়েছে তীব্র আন্দোলনের। তৈরি হয়েছে দেশের একমাত্র প্রেমবাদী সংগঠন সার্বজনীন প্রেমিক-পার্টি। তৎক্ষনাৎ এক প্রতিক্রিয়ায় প্রেমিক-পার্টির সভাপতি বলেন, 'ডিজিটাল বাংলাদেশে প্রেমিকদের কোনো রকম অবমাননা চলবে না। প্রেমিকদের চাকরি দিতে হবে। আজই এক্ষুনি।'

জনপ্রশাসন মন্ত্রীকে 'প্রেম অবমাননাকারী' উপাধি দিয়ে তিনি বলেন, 'মন ভাঙা এবং মন্দির ভাঙা সমান অপরাধ। আর প্রেমিকের চাকরি না হলে এক সাথে দুইটা মন বা মন্দির ভেঙে যায়। অসাম্প্রদায়িক এই দেশে মসজিদ বা মন্দির ভাঙা চলবে না।'

বিসিএস পরীক্ষায় 'প্রেমিক কোটা' চালু করতে হবে, এমন স্লোগান দিয়ে প্রেমিক পার্টির সভাপতি বলেন, একবার "প্রেমিক কোটা" চালু করে দেখেন। দেশের মেধাবী ছেলেরাই প্রেম করে।'

এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে বলতে থাকেন, 'প্রেমিকার বিয়ে মানিনা, মানবো না। চাকরি চাই চাকরি চাই। প্রেমিক সমাজ চাকরি চায়।'

স্লোগান শুনে সভাপতি ডুকরে কেঁদে ওঠেন। শার্টের হাতা দিয়ে চোখ মুছে তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, 'আজ আমার প্রেমিকার গায়ে হলুদ। কাল সকালের মধ্যে চাকরি না পেলে ওর বিয়ে ঠেকাতে পারবোনা। আমি বাড়ির বড় ছেলে।'

এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এই শোক-কে শক্তিতে পরিণত করে আন্দোলন আরো তীব্র করা হবে বলে প্রেমিক পার্টির অন্যান্য নেতাকর্মীরা জানিয়েছেন।

৬৬৬ পঠিত ... ১৯:৩০, নভেম্বর ২৯, ২০১৭

Top