'শান্তি নিকেতন'-এর আদলে গানের স্কুল খুলছেন মাহফুজুর রহমান

১৮৫৪ পঠিত ... ২২:৩৪, সেপ্টেম্বর ০৫, ২০১৭

বাংলা সঙ্গীতের ইতিহাসে এবার আরেকটি কালজয়ী মাত্রা যুক্ত হতে যাচ্ছে। খুব শিগ্‌গিরই এক বিরাট গানের স্কুল খুলতে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ মাহফুজুর রহমান। 

রবীন্দ্রনাথের 'শান্তি নিকেতন'-এর আদলে এই সঙ্গীত একাডেমির কাজ হবে শুদ্ধ সঙ্গীতের চর্চা। গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান সুর সম্রাট মাহফুজুর রহমান। গুঞ্জন শোনা যায়, রবি ঠাকুরকে ফলো করে তিনি তার প্রতিষ্ঠানের নাম রেখেছেন 'অশান্তি নিকেতন'। 

ওস্তাদ মাহফুজুর রহমান প্রথমেই বলেন, 'আমার মত অসংখ্য শিল্পী আছেন যারা গান গাইতে জানেন, কিন্তু লোকলজ্জার ভয়ে গান করতে পারেন না। তাদের জন্যই মূলত কিছু করতে চাই।' 

নিজের মেধাকে 'গড গিফটেড' উল্লেখ করে এই সুর সম্রাট বলেন, 'আসলে প্রতিভা সবারই থাকে। কারও থাকে আমার মত, কারও থাকে কম। আমি চাই মানুষ শিখুক। নিজের প্রতিভাকে কাজে লাগানোটাই মূল কথা।' 

সঙ্গীত একাডেমির নাম 'অশান্তি নিকেতন' কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে মাহফুজুর কপালের চামড়ায় ভাঁজ ফেলে বলেন, চারিদিকেই আজ অশান্তি। তবে গতকাল আমার অনুষ্ঠান সম্প্রচারের পর কিছুটা শান্তি এসেছে।' 

এসময় সাংবাদিকরা গুঞ্জন শুরু করলে ওস্তাদ মাহফুজুর টেবিল চাপড়ে বলেন, 'আমি চাই এই শান্তি বজায় থাকুক। আমার মত আরও গুনী শিল্পী বেড়িয়ে আসুক। নেমে আসুক শান্তি। অশান্তির বিরুদ্ধেই আমার এই 'অশান্তি নিকেতন'। 

এখানে ভর্তি হওয়ার যোগ্যতা কি, জানতে চাইলে সুর সম্রাট বলেন, 'ইচ্ছা আর অধ্যাবসায়। যে কোন বয়সের মানুষ এখানে ভর্তি হতে পারবেন। শুধু থাকতে হবে একাগ্র ইচ্ছা। মানুষের কথায় কান দিলে হবেনা। তাই এখানকার প্রতি ছাত্রের কানে তুলা গুঁজে দেয়া হয়।' 

এখানে মিউজিক ভিডিওতে গান গাওয়ার উপর থাকছে পিএইচডির সুযোগ, এমনটাই জানিয়েছেন এই সংগীতজ্ঞ। হাত নাড়ানোসহ প্রতিটা মুভমেন্ট এখানে হাতে ধরে শেখানো হবে। 

এরপর সুর সম্রাট তার গানের স্কুলের অনাগত ছাত্রদের প্রতি শুভকামনা জানান। সব শেষে ওস্তাদ মাহফুজুর রহমান গাইতে শুরু করেন, 'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।'

এসময় খুব দ্রুত সম্মেলন কক্ষ ফাঁকা হয়ে যায়।

(বি.দ্র.: এটি একটি শতভাগ ফেক নিউজ। নিজ দায়িত্বে বিশ্বাস করবেন।)

১৮৫৪ পঠিত ... ২২:৩৪, সেপ্টেম্বর ০৫, ২০১৭

Top