বিসিএসে যুক্ত হচ্ছে ফেসবুক সেলিব্রেটি, মোটিভেশনাল স্পিকারসহ আরও ১০টি নতুন ক্যাডার

২৯৭৪ পঠিত ... ০১:২৭, আগস্ট ১২, ২০১৭

বিসিএসের আবেদনের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে। ৩৮তম বিসিএসের জন্য এবার ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছেন। (সূত্র: প্রথম আলো) আবেদন জমা দেয়ার সময়সীমা শেষ হওয়া পর থেকেই এত বেশি পরিমাণ ক্যান্ডিডেট নিয়ে চিন্তিত ছিল পিএসসি। আর তাই বিসিএসে যুক্ত হতে যাচ্ছে আরও ১০টি নতুন ক্যাডার! পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক তার ফেসবুকের ক্লোজ ফ্রেন্ডস গ্রুপে জানান, 'এত অল্প কিছু ক্যাডার দিয়ে এত ক্যান্ডিডেট সামাল দেয়া যাচ্ছে না। তাই দশটি নতুন ক্যাডার চালু করতে যাচ্ছি।' 

'ফেসবুক সেলিব্রেটি ক্যাডার'টি থাকবে সবার পছন্দের শীর্ষে এমনটা উল্লেখ করে সাদিক বলেন, নতুন দশটি ক্যাডারের মধ্যে 'মোটিভেশনাল স্পিকার ক্যাডার' এবং 'ফেসবুক সেলিব্রেটি ক্যাডার' হলো হট আইটেম। তিনি ক্যান্ডিডেটদের উদ্দেশে বলেন, 'এবার পড়াশোনার সঙ্গে ফেসবুকে জানাশোনাও বাড়াতে হবে কিন্তু। কিপ ব্রাউজিং।' 

এ সময় অর্থমন্ত্রী ওই পোস্টে এসে কমেন্ট করে বলেন, 'এই রাবিশ, 'সাংবাদিক ক্যাডার' রাইখো তো। রাবিশগুলা খুব জ্বালাচ্ছে।' কমেন্টের রিপ্লাইয়ে মোহাম্মদ সাদিক বলেন, 'অবশ্যই হবে স্যার। সঙ্গে 'ভ্যাট ক্যাডার' বোনাস হিসেবে পাচ্ছেন। এই ক্যাডাররা নিজেরাই ভ্যাট বসাবে এবং আদায় করবে, আপনার কাজ সহজ করে দিচ্ছি!' অর্থমন্ত্রী সাথে সাথে সেখানে লাভ রিঅ্যাক্ট করেন। 

এবারের বিসিএসে সান্তনা পুরষ্কার থাকছে এমনটা জানিয়ে সাদিক বলেন, এবার 'ছাত্র ক্যাডার' চালু হচ্ছে। এটা সান্তনা পুরষ্কার। যারাই বিসিএস দিবে তারাই ছাত্র ক্যাডার হয়ে যাবে। বেতনহীন এই ক্যাডার এবারের মূল আকর্ষণ! ক্যাডার হওয়াই আসল কথা এমনটাই জানিয়েছেন তিনি। 

এ সময় মিস্টার প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এসে কমেন্টে বলেন, 'প্লিজ একটা 'প্রেসিডেন্ট ক্যাডার' বানাও সাদিক। কান্ট্রি নিডস আ প্রেসিডেন্ট ক্যাডার।' 

ফার্স্ট ক্লাস গেজেটেড ড্রাইভার এখন সময়ের দাবি, এমনটা উল্লেখ করে সাদিক বলেন, 'এবার ড্রাইভার ক্যাডারও চালু হচ্ছে। গাড়ি চালাতে পারলে সহজেই হতে পারবেন এই ক্যাডার। তবে উল্টো পথে চালানোর অভিজ্ঞতা থাকলে ঢাকা ভার্সিটির বাসের ড্রাইভার হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।' 

এ সময় এক ছাত্রলীগ নেতা এসে, 'ছাত্রলীগ ক্যাডার থাকবে না?' জানতে চাইলে সাদিক সঙ্গে সঙ্গে 'ছাত্র ক্যাডার'কে 'ছাত্রলীগ' ক্যাডারে উন্নীত করেন। তিনি বলেন, 'এ ক্যাডারের জন্য কোন পরীক্ষা দিতে হবে না। আবেদন করলেই এরা চাকরি পেয়ে যাবে।'

এ সময় শিক্ষামন্ত্রী এসে মন্তব্য করেন, 'এত যে ক্যাডার বানাইতেছো, প্রশ্ন ফাঁস হওয়ার পসিবিলিটি আছে তো! এই ব্যাপারে নজর দাও। আমাকে ফলো কর। আমি কী রকম স্ট্রিক্ট হইছি দেখছ না!' 

মন্ত্রীর ওই কমেন্টে প্রচুর ক্যান্ডিডেট এসে 'প্রশ্ন চাই প্রশ্ন চাই' লিখতে থাকলে মোহাম্মদ সাদিক তার পোস্টটি ডিলিট দিয়ে চলে যান।

২৯৭৪ পঠিত ... ০১:২৭, আগস্ট ১২, ২০১৭

Top