ঢাকার ব্যস্ত সড়কে যখন রাত গভীর হয়, তখন অন্যরা ঘুমালেও জেগে থাকেন একদল নির্ভীক ‘চেকপোস্ট যোদ্ধা’। হাতে মোবাইল, মুখে মাইক, চোখে সেন্সেশন খোঁজার তৃষ্ণা। তারা তল্লাশির ভিডিও করে, লাইভে যায়, লোকজনের গায়ে পড়েন, তারপর বলেন—‘এইমাত্র হেলমেট ছাড়া এক তরুণী ধরা পড়লেন, লাইভে থাকুন!’
এই দুর্ধর্ষ ও সাংঘাতিক সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ এবার পুলিতজার পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন এসব চেকপোস্ট সাংবাদিকরা। পুলিতজার পুরস্কার কমিটির এক সদস্য বিষয়টি নিয়ে বলেন, আমাদের চোখ খুলে দিয়েছে চেকপোস্ট সাংবাদিকতা। এমন সাহস, এমন কল্পনাশক্তি, এমন নাটকীয় উপস্থাপনা আগে দেখিনি।
পুরস্কার কমিটির এক আরেক সদস্য বলেন, যেখানে বিশ্বের সাংবাদিকরা যুদ্ধ, দুর্ভিক্ষ বা দুর্নীতির মতো ফালতু বিষয় নিয়ে রিপোর্ট করে, সেখানে এই সাহসী সাংবাদিকদের দল হেলমেট না পরা মানুষদের রিপোর্ট করছেন। মানুষের ব্যক্তিগত প্রাইভেসি লংঘন যদি শিল্প হয় তবে উনারা একেকেজন এই শিল্পের পিকাসো, আমরা এনাদের big fan। আশা করি খুব দ্রুতই মোবাইল, ক্যামেরা এবং বুম নিয়ে এই এই ভাইয়েরা মানুষের ঘরদোরেও ঢুকে পড়বেন।
এ ব্যাপারে এক সাংবাদিকের বক্তব্য ছিল, প্রাইভেসি সে আবার কী? আজকাল ভিউসই সব। কে অপরাধী আর কে নির্দোষ, তা জানার দরকার কী? আমাদের দরকার কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট।
অন্যদিকে পুলিতজারে মনোনয়ন প্রাপ্তির খুশিতে নতুন একটি কন্টেন্ট স্কুল খোলার পরিকল্পনা করছেন এই সাংবাদিকদের একাংশ। এমনকি স্কুলের নাম হিসেবে ‘চেকপোস্ট জার্নালিজম একাডেমি’ নামটিও ভেবে ফেলেছেন তারা। এই স্কুলে শেখানো হবে—
১. হেলমেট না পরা মানুষকে কীভাবে নাটকীয়ভাবে ধরবেন
২. লাইভে লোকজনকে অপমান করে ‘ভিউস’ কাটবেন
৩. কীভাবে ‘সচেতনতা’ শব্দ ব্যবহার করে যেকোনো কাজ জায়েজ করবেন
এই মনোনয়ন পাওয়ার পর এক ইউটিউবার বলেন, আমার চ্যানেলের নামই এখন ‘পুলি-ট্রায়াল’ দিয়ে ফেলব। আগে শুধু ভিডিও করতাম, এখন পুরস্কার পাওয়ার আশায় পুলিশ আর্মিদের সাথে আমিও তল্লাশি চালাই।
এদিকে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তল্লাশির ভয় পাই না, কিন্তু সাংবাদিকদের ক্যামেরা দেখলেই ডরে শরীর কাঁপতে শুরু করে। ওনারা এখন আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বেশি ভয়ংকর।
শেষ খবর পাওয়া পর্যন্ত, চেকপোস্টের এক সাংবাদিককে দেখা গেছে নতুন ‘গোপন ক্যামেরা সেলফি স্টিক’ নিয়ে লাইভে বলতে, দর্শক, এই মুহূর্তে এক ভদ্রলোক হাই তুলেছেন, হতে পারে তিনি ঘুমিয়ে গাড়ি চালাচ্ছেন! থাকুন আমাদের সাথেই, সামনে আসছে আরও চাঞ্চল্যকর মুহূর্ত।