সাম্প্রতিক সময়ে যেকোনো গ্যাঞ্জামে সমাধানে বেশ নাম কামাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান যুদ্ধ থামানো থেকে শুরু করে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতার দাবি করে বিশ্বজুড়ে বাহবা কুড়ানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার দৃষ্টি তাক করেছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কুখ্যাত কনফ্লিক্ট জোন— ব্রাহ্মণবাড়িয়ার দিকে।
অবশ্য এদিকে তার নজর পড়ার কারণও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাঞ্জামের স্থায়ী সমাধানে ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসীরা নিজেরাই। ব্রাহ্মণবাড়িয়াবাসীর বিশ্বাস শুধু ট্রাম্প এলেই থামবে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত চলা এই ট্যাঁটা ম্যারাথন। এমনকি তাদের অনেকে দাবি করেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া শিশুদের প্রথম শব্দই হয় ট্যাঁটা।
বিষয়টি নজরে আসার পর আগ্রহ দেখিয়ে ট্রাম্প এক টুইটে লেখেন, I brought peace to Iran. Now peace is coming to Brahmanbaria. MAGA!
বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়—ইরানে শান্তি এনেছি, এবার ব্রাহ্মণবাড়িয়ায় আনব!
হোয়াইট হাউজে না থাকলেও, ট্রাম্প ঘোষণা দিয়েছেন, Operation ট্যাটা Stopper নামক এক উচ্চাভিলাষী পরিকল্পনার। এর অধীনে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় পাঠাবেন বিশেষ প্রশিক্ষিত Anti-গ্যাঞ্জাম Force— যাদের পোশাকে লেখা থাকবে Make Brahmanbaria Great Again। প্রথম দফায় পাঠানো হবে ৫০টি সিলিকন ইয়ারপ্লাগ, ১০০টি সেলফি ক্যামেরা এবং ১২০০টি ট্যাঁটা ডিটেকশন ড্রোন।
ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এবং নোবেল কমিটি। নোবেল কমিটির এক মুখপাত্র নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ব্রাহ্মণবাড়িয়ার গ্যাঞ্জাম থামাইলে ট্রাম্পের নোবেল ঠেকায় কে’ লিখে একটি টুইট করেন। পরে অবশ্য টুইটটি ডিলিট করে ফেলা হয়।