পাহালগাম হামলাকে কেন্দ্র করে ৬ এপ্রিল রাতে পাকিস্তানে অপারেশন সিন্দুরের আওতায় মিসাইল হামলা করেছে ভারত। পাকিস্তানও দিয়েছে পাল্টা জবাব। দুইদেশের মধ্যে চলছে যুদ্ধের ধামামা। দুই দেশের সামরিক বাহিনীরা ব্যস্ত যুদ্ধ নিয়ে। এরই মধ্যে জানা গেছে, ভারতের লুটিয়েন্স বাংলোয় থাকা এক মহিলা দালালের খপ্পরে পড়ে এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন।
হাসিনা বানু নামের এই মহিলা কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত প্রবেশ করেন। সেখানে লুটিয়েন্স বাংলোতে কাজ করতেন। শুরুতে আরজের চাকরি করলেও বেতনে না পোষানোয় তিনি দেশে চলে আসতে চান। এয়ারপোর্টে মতি নামের এক দালাল তাকে ভালো চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ভারত-পাকিস্তানের বর্ডারে নিয়ে যাওয়া হয়। সেখানে হালকা-পাতলা ট্রেনিং দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতীয় যুদ্ধ শিবিরে।
নিজের এই দৈন্যদশা সম্পর্কে বলতে গিয়ে টেলিফোনে ভিডিও কল দিয়ে ক্যামেরা বন্ধ করে তিনি বলেন, আমিও তো ফাঁইসা গেছি, আমি ফাঁইসা গেছি মাইনকার চিপায়।
কেমন মাইনকা চিপায় আটকাইছেন জানতে চাইলে তিনি বলেন, এখানে এসে মানুষকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে ধোকা খেলাম। তারা আমাকে এনে ছেড়ে দিয়েছে যুদ্ধে। এখন নাওয়া নাই, খাওয়া নাই, খালি যুদ্ধ করতেছি।
এই সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, মুজে ঘর জানা হে! মুজে ঘার জানা হে!