চুল বাঁকা করার জন্য বাজারে এলো জাতীয়তাবাদী হেয়ার স্প্রে

১০৪ পঠিত ... ১৬:৫৭, এপ্রিল ১৬, ২০২৫

9

বাজারে হরহামেশাই পাওয়া যায় অসংখ্য হেয়ার স্প্রে। হেয়ার থাকলে হেয়ার স্প্রেও ব্যবহার করা স্বাভাবিক। তবে এবার চুল বাঁকা করার জন্য বাজারে এসেছে নতুন স্প্রে, জাতীয়তাবাদী হেয়ার স্প্রে।

স্প্রে গবেষকরা জানিয়েছেন, এই স্প্রে-তে আছে ১০% টেম্পোনো মিথাইল অ্যালকোহল, ৩০% খাম্বামেথিকোন এবং ৬০% চাদাপ্রোপাইল বিউটেন।

আমাদের ভেতর যারা সিল্কি হেয়ার সিনড্রোমে ভোগেন, যাদের চুল কোনোভাবেই বাঁকা হয় না—তাদের জন্য এক স্প্রেতেই কাজ হবে বলে জানিয়েছে এক্সপেরিমেন্টাল মেকআপ আর্টিস্টরা। এই স্প্রের প্রথম ডেমোতে দেখা গেছে, মাত্র ৩ সেকেন্ডে চুল ৯০ ডিগ্রি কোণে বাঁক খাচ্ছে, এবং ৫ মিনিট পর তা নিজেই দেশনেতা স্টাইলে স্থায়ী হয়ে যাচ্ছে।

এক ব্যবহারকারী বলেন, আমি আগে চুলে জেল দিতাম, এখন শুধু স্প্রে দিই—চুল বাঁকে, সাথে চিন্তাভাবনাও!

তবে অতিরিক্ত স্প্রে করার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে। যেমন জরিপে দেখা গেছে দিনে তিনবারের বেশি ব্যবহারকারী গৃহ জীবন ছেড়ে সন্ন্যাসব্রতী হবার দিকে ঝুঁকছেন।

তবে পাহাড় পর্বতে আসন গড়ার বদলে তারা আসন গড়ছেন টেম্পুস্ট্যান্ড কিংবা খাম্বার কাছাকাছি। পরিবারের অভিযোগ, স্প্রে ব্যবহারকারী পরিবারকে সময় দিচ্ছেন না, উদাস থাকছেন এবং বেশিরভাগ সময় খাম্বার আশেপাশে কাটাচ্ছেন ।

 

১০৪ পঠিত ... ১৬:৫৭, এপ্রিল ১৬, ২০২৫

Top