প্রথম আলো ইদ সংখ্যার প্রচ্ছদে একটি কুকুরের ছবি দেখে গভীর ধর্মীয় চিন্তায় ডুবে গিয়ে অবশেষে পৃথিবীর বিরুদ্ধেই ইসলাম অবমাননার অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
যেখানে সেখানে কুকুর! পত্রিকার প্রচ্ছদে, সিনেমায়, রাস্তার মোড়ে, এমনকি চাঁদেও পাঠানো হয়েছে কুকুর। চিন্তা চলছে মঙ্গল গ্রহেও পাঠানো হবে। এভাবে যদি সব জায়গায় কুকুরে ভরে যাত তাহলে আমাদের ধর্ম ও রাজনীতি কীভাবে টিকবে?—আক্ষেপ করে বলেন তিনি।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এই পৃথিবীতে প্রতিনিয়ত ইসলাম অবমানিত হচ্ছে। কখনও কার্টুনে, কখনও কুকুরে, কখনও কফির কাপেও। আরে ভাই, কুকুরকে বাদ দিলেই তো পৃথিবীটা হালাল হয়ে যায়! কুকুর নিয়ে কেন আপনাদের এত আহ্লাদ দেখাতে হবে?
শুধু পত্রিকা নয়, নাসার দিকেও আঙুল তুলেছেন আমির সাহেব। তার ভাষ্য, নাসা একসময় কুকুর পাঠিয়েছিল মহাকাশে। এরপরই শুরু হলো পৃথিবীর অধঃপতন। এদের থামাতে হবে। নাসাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কেন তাদের এত কুকুর ফেটিশ!
খবরে শোনা যাচ্ছে, জামায়াতের পক্ষ থেকে জাতিসংঘে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে—বিশ্বব্যাপী কুকুর নিষিদ্ধ করতে হবে, না হলে মুসলমানদের ঈমান ঝুঁকির মুখে পড়বে।
বিশ্বের কুকুর সম্প্রদায় থেকে এখনও কোনো বিবৃতি আসেনি। তবে এক ঘরোয়া সাক্ষাৎকারে এক কুকুর জানিয়েছে, আমরা শুধু স্নেহ চাই। কেউ যদি আমাদের নিয়ে এত কষ্ট পায়, তাহলে আমরা বিড়াল হয়ে যেতেও রাজি। আপনাদের রাজনীতির কামড়াকামড়ি নিজেদের মধ্যে রাখেন, আমাদেরকে সেসবের দিকে টানবেন না। কারণ আমরা নিজের স্বার্থের জন্য আপনাদের মতো ধর্ম ব্যবহার করি না। বেঈমানের জাত।