নেইমারের উদ্দেশে মোটিভেশনাল স্পিচ দিলেন ফেসবুক মোটিভেটর দোদুল্যমান দুখন

১৭০৭০ পঠিত ... ০১:১৮, আগস্ট ০৪, ২০১৭

'বার্সেলোনা নাকি পিএসজি?'-- বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেশ বিপুল অংকের ট্রান্সফার মানির বিনিময়ে পিএসজিতেই পাড়ি জমাচ্ছেন নেইমার। বার্সেলোনা ফ্যানরা ভাসছেন হতাশার স্রোতে। এমন সংকটমুহুর্তে বার্সেলোনায় খেলতে মোটিভেশনের অভাব অনুভব করা নেইমারের উদ্দেশে মোটিভেশনাল স্পিচ দিয়েছেন ফেসবুকের বিশ্ববরেণ্য মোটিভেটর দোদুল্যমান দুখন।

গতকাল এমার্জেন্সি ফেসবুক লাইভে এসে তিনি এই বর্ণাঢ্য স্পিচ দেন।

ডিমোটিভেটেড নেইমারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যখন নেভিতে ছিলাম, তখন আমিও কাজ করার মোটিভেশন পাচ্ছিলাম না। সমুদ্রের পানিতে নেমে দেখি ও আল্লা পানি জম্মের ঠান্ডা! আমি হতাশার সাগরে ভাসছিলাম। কিন্তু আমি আশা হারাই নি। মেসির মত বড় বড় অফিসাররা আমার খেলার মাঠেও ছিল। বাট ইন লাইফ, ইউ হ্যাভ টু কিপ ফেইথ ইন ইউরসেলফ। পায়ে বল আসবেই।’

টাকাই সবকিছু নয়, এমনটা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘সি মাই স্যালারি। ইটস সিক্স ডিজিট। বাট ইট ডাজেন্ট ম্যাটার! বাঞ্জি জাম্প, হলিকপ্টার রাইড ইত্যাদি থেকে সময় বাঁচিয়ে আমি তো গণমানুষকে মোটিভেট করে যাচ্ছি। এটা কি শুধুই টাকার জন্য? অফকোর্স নট। মানুষের ভালোবাসা অনেক বড় জিনিস। বার্সেলোনার ফ্যানরা আজ ডিমোটিভেটেড। নেইমারকে বলছি, আপনি তাদেরকে মোটিভেট করুন, বার্সায় ফিরে আসুন। টাকা পয়সা এগুলা ব্যাপার না। সি মাই স্যালারি...!’

স্পিচের শেষে তিনি বার্সেলোনার ফ্যানদেরকেও হতাশা থেকে বের হয়ে আসার জন্য মোটিভেট করেন। বার্সা ফ্যানদের তিনি জানান, ‘সি, যখন আমি আইবিএতে পড়ি তখন থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার। বিএটিবিতেও আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। তবু আমি আশা হারাই নি। আপনারা আশা হারান কেন?’

এই মোটিভেশনাল ভিডিও দেখে নেইমার মোটিভেটেড হয়েছেন কিনা, তা অবশ্য জানা যায় নি। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, তিনি ক্লোজ বড় ভাই সুয়ারেজকে বলেছেন, ‘দুখন ভাই যখন বলছেন, ইটস এ রং মুভ, তাহলে হতেও পারে। আমি ব্যাপারটা ভাবছি। টেনশন কইরেন না...!’

১৭০৭০ পঠিত ... ০১:১৮, আগস্ট ০৪, ২০১৭

Top