রোহিঙ্গা শিবিরে ইউনূসের উর্দু বক্তব্য: ক্ষোভ প্রকাশ হাসিনা ও জয়ের

৬৬৩ পঠিত ... ১৫:৫৫, মার্চ ১৫, ২০২৫

20-thumb

দেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা এখন পালিয়ে দিল্লিতে, আর তার ছেলে জয় কিছুদিন ভারতের টিভি চ্যানেলগুলোতে ভাঙা হিন্দিতে ইন্টারভিউ দেওয়ায় ব্যস্ত থাকলেও এখন মূলত বেকার। এদিকে ৫ আগস্টের পর বাংলাদেশে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. ইউনূস। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রতিটি বাক্যের মধ্যে ষড়যন্ত্র খুঁজে বেড়াচ্ছে ‘সাবেক’ শাসকগোষ্ঠী। সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন ইউনূস। ব্যস! এতেই আবার নড়েচড়ে বসতে শুরু করে হাসিনার ব্যর্থ সাইবার প্রোপাগান্ডা সেল।

ইউনুসের বক্তব্যের পরপরই লুটিয়েন্স বাংলোতে এক ‘জাতীয় বিপদ সভা’ ডাকেন শেখ হাসিনা, সেখানে মিষ্টি কুমড়ার বেগুনি খেতে খেতে গম্ভীর মুখে মানবতার আম্মো বলেন, আমি বলেছিলাম না? এই ইউনূস শুরু থেকেই পাকিস্তানের দালাল! দেখুন কীভাবে উর্দু ভাষায় রোহিঙ্গাদের প্ররোচিত করছে! বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, পাকিস্তানের হাতে তুলে দিতে না! তার মুখে ক্ষোভ, গলায় কম্পন দেখে পাশে বসা ভারতীয় এক কর্মকর্তা শান্ত করার চেষ্টা করে তাকে বলেন, আপা, আপা নারাজ না হো, হাম কুছ করেঙ্গে! হাসিনা তখন ঠাস করে চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, দেখুন জ্ঞান না দিয়ে কিছু করেন দ্রুত, ইউনূসের মতো লোকেরা আমাদের উন্নয়ন সহ্য করতে পারেনি, তাই আজ দেশে গণতন্ত্রের নামে বিশৃঙ্খলা তৈরি করেছে! আমার সরকার থাকলে এসব হতো না। ব্লাডি গরিব রাজাকারের বাচ্চা বাংলাদেশিরা আমাকে রেখে গণতন্ত্রকে বেছে নিল, Shame Shame।

অন্যদিকে হিন্দি বিশেষ-অজ্ঞ হাসিনাপুত্র জয় ভারতের একটি জনপ্রিয় চ্যানেলে এক মলম বিক্রেতা হোস্টের সাথে লাইভে যুক্ত হয়ে বলেন, ইয়ে তো বহুত বড়া খতরনাক বাত হ্যায়! বাংলাদেশ আভি পাকিস্তান কে দিক মে ধাবিত হো রাহা হ্যায়। আমরা সবসময় বোলতা আয়া হ্যায়, এই ইউনূস এক ষড়যন্ত্রকারী হ্যায়। আমার আম্মো জাব দেশ চালাতা থা, তাব দেশ ইন্ডিয়ামুখী থুক্কু ডিজিটাল থা, আভি দেশ পাকিস্তানমুখী হ্যায়।

ইউনূস অবশ্য এসব নিয়ে সরাসরি কিছু না বললেও ‘ইউনুসের চরম মূল্য নামক’ একটি ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে ‘জয় একটা সুদানির ফুয়া’ টুইট করা হয়েছে বলে শেষ পর্যন্ত জানতে পেরেছি আমরা।

৬৬৩ পঠিত ... ১৫:৫৫, মার্চ ১৫, ২০২৫

Top