নৈতিক শক্তির যোগান ও অনুপ্রেরণা দেবার জন্য আবু ত্ব-হা আদনানকে এক কাল্পনিক সংবাদ সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ধর্ষক সমাজ। জাতীয় ধর্ষণ কমিটি (জাধক) এর বর্তমান সভাপতি হিটু (৫৫) বলেন, যুগে যুগে বহু পুরুষ ধর্ষণ করার জন্য হেনস্তার শিকার হয়েছে। অনেকেই জেল খেটেছে। এই মজলুম গোষ্ঠীর পক্ষ থেকে প্রিয় শায়খ আবু ত্বহাকে অন্তরের অন্ত:স্থল থেকে বুক সাঁটানো ভালোবাসা...
জাধক এর সহসভাপতি আনভীব (২২) বলেন, ধর্ষণ করার পর আমাদের কেউ কেউ অপরাধবোধে ভোগেন (আমি অবশ্য ভুগিনি)। মানুষের কথাবার্তায় ম্যানিপুলেটেড হয়ে ভাবতে শুরু করেন, আমি কি খারাপ কিছু করেছি!
অথচ বাস্তবে এমন কিছুই না। আপনি বাঘের খাঁচায় বন্দুক ছাড়া ঘুরবেন, আর বাঘের থাবা খাবেন না-তা কি হয়? শায়খ ত্বহার মতো এর আগে কেউ কখনও সরাসরি আমাদের পাশে দাঁড়াতে পারেননি। এদিক থেকে তিনি সৃষ্টি করলেন অনন্য একটা উদাহরণ। প্রিয় অভিভাবক, সারাজীবন আমাদের মাথার উপর এভাবেই ছায়া হয়ে থাকবেন। সেই ছায়ায় আমরা ধর্ষণ করে যাব।
এদিকে মাহরামের ব্যাপারে সৃষ্টি হয়েছে দেশব্যাপী সচেতনতা। যেসব মেয়েদের একা একা চলতে ফিরতে হয়, কিংবা ভিন্ন শহরে থাকেন, তাদের জন্য তৈরি হচ্ছে 'মাহরাম এজেন্সি'। এমনই এক মাহরাম এজেন্সির কপিরাইটারের লিফলেটে লেখা,
মাহরাম দিচ্ছি-নিচ্ছি
আপনি একা অথচ বাজারে গিয়ে মুরগি কিনতে হবে? কিংবা এটিএম বুথ থেকে টাকা তুলতে যাবেন অথচ সাথে মাহরাম নেই?
আপনার জন্য আমরা এনেছি ওয়ান স্টপ সল্যুশন।
এখানে সুলভ মূল্যে মাহরাম ভাড়া দেওয়া হয়।
এক ঘণ্টা = ৪০০ টাকা
দুই ঘণ্টা = ৭০০ টাকা
জাতীয় মাহরাম এজেন্সি, উগান্ডা