বিশ্বজুড়ে চুমু প্রেমীদের জন্য সুখবর! বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি ও রোমান্সগুরু উদিত নারায়ণ পেয়েছেন তাদের ‘চুমুতো ভাই’—তিনি আর কেউ নন, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড. শফিকুর রহমান। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তিনি এক মাদ্রাসার ছাত্রকে ঠোঁটে চুমু খাচ্ছেন। এ ঘটনা দেখেই ইমরান হাশমি আবেগাপ্লুত হয়ে বলেছেন, ভাই, এতদিন মনে করতাম আমি চুমুর রাজা, কিন্তু এখন দেখি আসল বাদশাহ তো বাংলাদেশেই আছেন, আজ থেকে উনি আমার চুমুতো ভাই।
গায়ক উদিত নারায়ণও বিষয়টি নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন। কিছুদিন আগেই এক স্টেজ শোতে ভক্তকে চুমু খেয়ে ব্যাপক ট্রলের শিকার হন। জামায়াত আমিরের ভিডিও দেখে তিনি হতবাক!
আমি ছোটো খেলোয়াড়, এতদিন নিজেকে চুমুর গুরু ভাবতাম, কিন্তু দেখি আমার আসলে আমির সাহেবকে সেলাম দেওয়া উচিত! উদিত আরও জানান, তিনি পরিকল্পনা করছেন, মেরে ভাইনে চুমু দিয়া শিরোনামে একটি গান গাওয়ার, যা তার নতুন অ্যালবামের হিট ট্র্যাক হবে বলেও আশা করেছেন তিনি।
বিশ্বব্যাপী চুমুর দূত হিসেবে জামায়াত আমিরের উত্থান নিয়ে অনেক কথাবার্তা চলছে। বলিউডে গুঞ্জন, মহেশ ভাট তাকে নিয়ে নতুন সিনেমা বানানোর কথা ভাবছেন ‘চুমু কা ত্রিভুজ: ইমরান, উদিত ও জামায়াত।‘ এদিকে, ফরাসি সংগঠন ‘ইন্টারন্যাশনাল কিস অ্যাসোসিয়েশন’ (IKA) জামায়াত আমিরকে তার চুমু কৌশল শেখানোর ওয়ার্কশপ আয়োজনের আহ্বান জানিয়েছে।
নেটিজেনরাও বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত। কেউ বলছেন, চুমুতে জামায়াত এখন বলিউড লেভেলে! আবার কেউ মজা করে মন্তব্য করছেন, জামায়াতের নতুন নির্বাচনী স্লোগান হতে পারে—চুমু নাও, ভোট দাও!
ইসলামী রাজনৈতিক দলের নেতার এমন চুমুবিলাসে সাধারণ জনগণ হতবাক! এক পক্ষ বলছে, এটা ভালোবাসার বার্তা! অন্য পক্ষ বলছে, এটা আসলে জামায়াতের নতুন নিয়োগ প্রক্রিয়ার অংশ! কিন্তু দিন শেষে একটা বিষয় স্পষ্ট—এই চুমুকাণ্ডে জামায়াত আমির শুধু বাংলাদেশেরই নন, আন্তর্জাতিক চুমুবাদীদের ভাইব্রাদার হয়ে গেছেন!