বিবাহ বিষয়ক মন্ত্রণালয় চান বিএনপির নেতারা

৭৯ পঠিত ... ১৬:৩৯, জানুয়ারি ২০, ২০২৫

3

দেশকে সঠিক পথে পরিচালনার জন্য অনেকগুলো মন্ত্রণালয়ের প্রয়োজন, যেগুলোর নিয়মিত কার্যক্রম দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন ধরে রাখার জন্য বিদ্যমান মন্ত্রণালয়গুলোর পাশাপাশি আরও একটি মন্ত্রণালয় চান বিএনপির নেতারা। তাদের মতে, দেশে সঠিকভাবে বিয়ে সম্পন্ন করানোর কোনো সুব্যবস্থা নেই। বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রণালয় থাকলে দেশের উন্নয়নের সূচক লাফিয়ে লাফিয়ে এগোতে থাকবে বলে মনে করছেন অনেকে।

গতকাল সিলেটে ঘুরতে যাওয়া ১৬ জন তরুণ-তরুণীকে বিয়ে করিয়ে দিয়েছেন স্থানীয় কিছু নেতাকর্মী। স্কুল পড়ুয়া এসব শিক্ষার্থীর বিয়ে সম্পন্ন করার সময় দেনমোহর ধরা হয়েছিল ৮ থেকে ১২ লাখ টাকা করে। একসঙ্গে ১৬ জনের বিয়ে পড়ানোও কঠিন একটি কাজ ছিল। বাবা-মা ছাড়াই নেতাকর্মীদের সহায়তায় এতগুলো বিয়ে পড়াতে গিয়ে তাদের কাছে মনে হয়েছে, একটি মন্ত্রণালয় ছাড়া এতগুলো বিয়ে পড়ানো সত্যিই কঠিন কাজ। বাংলাদেশে বিবাহ বিষয়ক মন্ত্রণালয় থাকলে অনেকটা পরিকল্পনামাফিক বিয়ে-শাদি করানো সম্ভব হতো।

এ বিষয়ে সিলেটের স্থানীয় এক নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানান, দেখুন, এখনকার বাবা-মা আর ছেলে-মেয়েদের বিয়ের কথা চিন্তাই করেন না বলা চলে। ছেলে-মেয়েরা নিজেরা পছন্দ করবে, ভালোবাসবে, বিয়ে করবে—এমনটাই হয়তো চান বাবা-মা। কিন্তু বিয়ে তো এমন ছেলে-মেয়েদের হাতে ছেলের হাতের মোয়া নয়। বিয়ে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ কাজ। দেখুন, কাল যদি একটি বিবাহ বিষয়ক মন্ত্রণালয় থাকত, তাহলে আমাদের এত মাথা ঘামাতে হতো না। কাউকে জোর করে বিয়ে পড়ানোর দরকার হলে আমরা মন্ত্রণালয়ে ফোন দিতাম, তারাই সব ব্যবস্থা করে ফেলত।

স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ১২ লাখ টাকা কাবিনে বিয়ে দেওয়ার বিষয়টি সিলেটে যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তা সহসাই ম্লান হয়ে যাবে, এমনটি বলা যাচ্ছে না। তবে বিবাহ বিষয়ক মন্ত্রণালয় হলে হয়তো বিয়ে ব্যাপারটাই পাল্টে যাবে। তখন কোটি টাকার দেনমোহরও কোনো বিষয় হবে না। একসঙ্গে ১৬ জনের পরিবর্তে ১৬০ জনের বিয়েও আরামসে পড়ানো সম্ভব হবে। দেশে আগের মতো বিয়ে হয় না। বিয়ের ঐতিহ্য রক্ষার জন্য হলেও একটি মন্ত্রণালয় প্রয়োজন বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা।

 

৭৯ পঠিত ... ১৬:৩৯, জানুয়ারি ২০, ২০২৫

Top