চট করে দেশে ঢুকে পড়ব; নেতাকর্মীদের হতাশ হতে মানা করলেন বাশার আল আসাদ

২১৩ পঠিত ... ১৭:৩৩, ডিসেম্বর ০৮, ২০২৪

23

আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে নিজের বিমানে পালিয়েছেন, তবে এমন কিছু ভাবার কোনো কারণ নেই, বললেন তিনি। ডামেস্কের বায়ুতেদূষণ বেড়ে যাওয়ায় হাওয়া পরিবর্তন করতে সকালে একটু বের হয়েছিলেন, আর কেউ কেউ প্রচার করছে যে তিনি পালিয়ে গেছেন। তিনি সকল অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন।

আসাদের বিমান হিমালয়ের পাদদেশে ল্যান্ড করেছে, এমন খবর পেয়েছে নির্ভরযোগ্য সূত্র। সেখানে নেমে এসে তিনি নির্মল বায়ু গ্রহণ করেছেন এবং নিজের ব্রেনের ১০০% ব্যবহার করতে পারছেন। কিছুক্ষণ শ্বাস নিয়ে তিনি ঘোষণা করেছেন, আসাদ পালায় না, আসাদ পালাবেও না। সবাই জার জার অবস্থান থেকে অবস্থান করুন, যে কোনো সময় চট করে ঢুকে পড়ব।

আসাদ বিমানে ওঠার ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তার বিমানে উঠে হাওয়া খাওয়ার ঘটনাকে অন্য একটি দেশের নেতার পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করা দেখে তিনি রেগে গেছেন। সেখান থেকে তিনি সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

বাশার আল আসাদের একজন ঘনিষ্ঠ সহচর তাকে ফোন দিয়ে কান্নাকাটি করতে শোনা যায়, এবং সেই অডিও রেকর্ড এখন নেটে ঘোরাঘুরি করছে। লোকটি আসাদকে ভাই বলে সম্বোধন করে বলছে, ভাই, আপনি বিমানে উঠেছেন ভাই, ভাই দুই ঘণ্টাও হয়নি ভাই, ভাই তারা দেশ নিয়ে কী ষড়যন্ত্র শুরু করছে ভাই। ভাই আপনি চিন্তা করবেন না ভাই, ভাই আমরা আছি ভাই, ভাই আপনি ফিরে আসুন ভাই।

আসাদ তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলেছেন, আমি দেশের আশেপাশেই আছি, তোমরা চিন্তা কইর না। যে কোনো সময় চট করে ঢুকে যাব। আপাতত দেশে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করো। দেখো পারলে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো যায় কিনা। আর কিছু না পারলে, ওদের মিছিলে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করো।

আসাদ পালিয়েছেন কি পালাননি, সেটা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। তবে, সিরিয়ার জনগণ সবার আগে এক বিষয়ে নিশ্চিত—আসাদ যে কোনো সময় চট করে ঢুকে পড়বেন। ৫৪ বছর ধরে একাই দেশ শাসন করা মানুষ, ফিরে আসার জন্য নিশ্চয়ই ১০০১টি গোপন পথ রয়েছে। আর সেই পথে যদি কোথাও কোনো প্রতিবন্ধকতা আসে, তবে তিনি সম্ভবত হিমালয় থেকে একটা প্যারাগ্লাইডার নিয়ে নেমে আসবেন—এই দেশ তার, ইচ্ছা করলে যেকোনো সময় দখল করতে পারেন।

 

২১৩ পঠিত ... ১৭:৩৩, ডিসেম্বর ০৮, ২০২৪

Top