বাজারে এসেছে পার্থ মিডিয়া-ওয়াশার, আতঙ্কে গদি মিডিয়া

৫২৫ পঠিত ... ১৭:২২, ডিসেম্বর ০৭, ২০২৪

14

সম্প্রতি এক ভারতীয় টিভি চ্যানেলে ভারতের পক্ষে সাফাই গাওয়া এক হোস্টকে রীতিমতো ধুয়ে-মুছে সাফ করে দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে বিশেষ-অজ্ঞদের দ্বারা গবেষণা করিয়ে বাজারে পার্থ মিডিয়া-ওয়াশার নামের নতুন এক ধরনের ওয়াশার এনেছে অজ্ঞাত একটি কোম্পানি। এটি এমন এক যন্ত্র যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মিথ্যা, প্রোপাগান্ডা এবং বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো ষড়যন্ত্রমূলক তথ্যগুলোকে ধুয়ে-মুছে সাফ করতে।

বাজারে আসার পরপরই এটি গদি মিডিয়ার জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই প্রযুক্তিটির খবর ছড়িয়ে পড়ার পরপরই ‘ডরে আমার শরীর কাঁপতাছে লিখে’ টুইটও করেছেন বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক। চিন্তিত গদি মিডিয়ার সদস্যরা দফায় দফায় বৈঠক করছেন বলেও জানা গিয়েছে। তারা মূলত চিন্তিত—পার্থ মিডিয়া-ওয়াশার যদি তাদের বারবার ধুয়ে দেয়, তাহলে আর ফেক নিউজ ছড়ানোর ব্যবসা টিকবে কীভাবে! ব্যবসায় তো লালবাত্তি। অনেকে দাবি করেছেন, মিডিয়া-ওয়াশারের কারণে ভবিষ্যতে ‘প্রোপাগান্ডা’ শব্দটি গদি মিডিয়ার অভিধান থেকে হারিয়ে যাবে।

এই মিডিয়া ওয়াশারের আগমনে গভীর উদ্বেগ জানিয়ে চট্রগ্রাম ফেটিশে আক্রান্ত ফুলটাইম মলম বিক্রেতা পার্ট টাইম সাংবাদিক ময়ূখ জানিয়েছেন, ওস্তাদ আমাদের তো গোমাসা, প্রোপাগান্ডাকে যদি এভাবে আপনাদের দেশের লোক কাউন্টার দেওয়া শুরু করে আমরা করে খাব কী? আজ ব্যারিস্টার পার্থর এমন জ্বালাময়ী কাউন্টার ভারতীয় হলুদ সাংবাদিকদের জন্য একটি কালো দিন। আপনাদের দেশ আপনারা যা ইচ্ছা করেন, আমাদের শুধু কিছু করে খেতে দেন।

এমনকি পার্থ মিডিয়া-ওয়াশার শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী প্রোপাগান্ডা ধ্বংসের লক্ষ্যে এটি এখন রপ্তানির প্রক্রিয়াও চলছে। বিশেষ করে ভারতের কিছু নিরপেক্ষ দর্শকরা এই ওয়াশারের অগ্রিম বুকিংও দিয়ে রেখেছেন।

৫২৫ পঠিত ... ১৭:২২, ডিসেম্বর ০৭, ২০২৪

Top