বাংলাদেশের মানুষের সম্প্রীতি দেখে কোমায় চলে গেলেন অর্ণব ও ময়ূখ

১৯২ পঠিত ... ১৭:৪০, নভেম্বর ২৮, ২০২৪

21

সম্প্রতি বাংলাদেশে নানানভাবে গ্যাঞ্জাম সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে রিপাবলিক বাংলার ময়ূখ ও অর্ণব। মিনিটে মিনিটে বাংলাদেশ নিয়ে ফেক ও মনগড়া নিউজ প্রচার করে একটা অস্থিতিশিল পরিস্থিতি দেখানোই যেন তাদের লক্ষ। সাথে যোগ হয়েছে দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র।

কিন্তু এতসব মিলিয়েও বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারছে না তারা। আর এই দুঃখেই কোমায় চলে গেছে ভারতের সাংবাদিক নামের কলঙ্ক এই দুইজন। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না, এতভাবে উস্কানি দেওয়ার পরও কীভাবে একটা দেশের মানুষ শান্ত থাকতে পারে।

কোমা থেকে ময়ূখ বলেন, আরেহ ভাই, বাংলাদেশের মানুষরা কী মানুষ নাকি গণ্ডার। এত চেষ্টা করলাম, এত উস্কানি দিলাম তাও এখানে একটা দাঙ্গা লাগতেছে না। এই দুঃখে ভাবছি, কোমা থেকে আর ফিরেই আসব না। বাংলাদেশে কোনো সমস্যা হইলে আমাকে ডাক দিয়েন।  

অর্ণবও একই কথা বলছে। তবে অর্ণবের কণ্ঠে কিছুটা হতাশা দেখা গেছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন, ভাবছিলাম, চট্টগ্রামের ঘটনায় কিছু একটা হবেই! কিন্তু কিছুই হলো না! এখন আমি দিল্লি গিয়ে আপাকে কী জবাব দেব!

তবে এই দুইজন কবে নাগাদ কোমা থেকে উঠে আসবেন তা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। অনেকে বলছেন, না আসলেই ভালো। তারা যেমনে খবর বলে কোমা থেকে ফিরে আসলে আমাদেরকে কোমায় চলে যেতে হবে।

১৯২ পঠিত ... ১৭:৪০, নভেম্বর ২৮, ২০২৪

Top