গণিত বই থেকে সুদ কষার অঙ্ক বাদ দিতে NCTB ঘেরাও

১১১ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ২৪, ২০২৪

WhatsApp Image 2024-11-24 at 17.41.13

দেশজুড়ে চলছে অদ্ভুত এক অস্থিরতা। মাসের প্রায় প্রতিদিনই দেশের কেউ না কেউ উত্তেজিত হয়ে কোনো না কোনো অফিস ঘেরাও করছেন। গণমাধ্যমের পর এবার টার্গেট NCTB অর্থাৎ National Curriculum and Textbook Board.

এক ভুয়া সূত্র হতে জানা গেছে, গণিত বই থেকে সুদ কষার অঙ্ক বাদ দিতেই NCTB ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

অষ্টম শ্রেণির ছাত্র রনি (১২) বলেন, সুদের মতো নিকৃষ্ট বিষয়ের অঙ্ক করাও পাপ। শুধু সরল মুনাফা হলেও আমরা ভেবে দেখতাম, কিন্তু যৌগিক মুনাফা, চক্রবৃদ্ধি সুদ... No way bro... জীবনের শুরুতেই এসব অনাচারের সাথে নিজেদের লেলিয়ে দিতে চাই না।

ছাত্রনেতা দশম শ্রেণির ছাত্র জুয়েল উদ্দিন দাস বলেন, সামনে টেস্ট পরীক্ষা। পরীক্ষায় যদি সুদ কষা চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক থাকে তাহলে ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। এবারই শেষবারের মতো কঠিন হুঁশিয়ারি দিয়ে গেলাম। এরপরে আর মুখে কথা হবে না, হাতে কথা হবে...

ধারণা করা হচ্ছে, শুধু স্কুলের শিক্ষার্থীরাই নয়, এর পেছনে মদদদাতা হিসেবে আছেন সরকারি চাকরি ও বিসিএস পরীক্ষার্থীরাও। তারা মাঠে না থাকলেও ঘেরাও কর্মসূচির উপর ঠিকই চোখ রাখছেন।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে খুবই নাজুক সময় পার করছেন NCTB-র বই প্রণেতারা। গণিত বই প্রণেতা ওসমান গণি ছাত্রদের সাথে এক বৈঠকে বলেছেন, বাবারা, বইয়ে কী কী থাকবে তোমরা জানাও। একেকজন একেক চ্যাপ্টারের দায়িত্বও নিতে পার। তোমরা যেভাবে চাও সেভাবেই বই রচনা হবে।

১১১ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ২৪, ২০২৪

Top