আসছে 'আবার তোরা মানুষ হ' সিনেমার সিক্যুয়েল, শুটিং হবে জাপান গার্ডেন সিটিতে

১০১ পঠিত ... ১৭:১২, নভেম্বর ২৩, ২০২৪

21 (1)

বাংলা সিনেমার ইতিহাসের এক অন্যতম আলোড়ন সৃষ্টিকারী সিনেমা 'আবার তোরা মানুষ হ।’ যুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এখনও মানুষকে উদ্বেলিত করে। তবে সম্প্রতি অবিশ্বস্ত এক গোপন সূত্রে জানা গিয়েছে সামনেই আসতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। ইতিমধ্যেই সিনেমার শ্যুটিংয়ের জন্য কয়েকটি লোকেশন রেকি করে জাপান গার্ডেন সিটিকে সিনেমাটির শ্যুটিং স্পট হিসেবে ঠিক করা হয়েছে। খান আতাউর রহমান জীবিত না থাকায় সিনেমাটি পরিচালনা করবেন কে সেটি নিয়ে এখনও কোন সিদ্ধান্তে না আসা গেলেও অভিনেতা হিসেবে জাপান গার্ডেন সিটির সোসাইটির সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

গতবার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ পরবর্তী সময় হলেও এবার ঢাকায় বসবাসরত একদল অমানবিক মানুষের গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। চিত্রনাট্য লেখা দায়িত্বও দেওয়া হয়েছে জাপান গার্ডেন সিটিতে বসবাস করেন এমন একজন লেখককে। বিষয়টিতে অবশ্য ক্ষোভ জানিয়েছেন ঢাকার অন্যান্য অঞ্চলের লেখক অভিনেতারা। শ্যুটিং স্পট থেকে শুরু করে অভিনেতা, লেখক সব ক্ষেত্রেই জাপান গার্ডেন সিটিকে এমন অগ্রাধিকার দেওয়াকে বৈষম্যমূলক বলে জানিয়েছেন তারা।

এর জবাবে সিনেমা টিমের এক মুখপাত্র আমাদের বলেন ‘যেকোনো শিল্প তখনই পরিপূর্ণতা পায় যখন তাতে মানুষের নিজের অভিজ্ঞতা এবং জীবনের ছাপ থাকে। যেহেতু গল্পটি অমানবিকতার তাই আমাদের মনে হয়েছে একে জাপান গার্ডেনের নিজস্ব লোক ছাড়া আর কেউ এত জীবন্তভাবে ফুটিয়ে তুলতে পারবে না। সিনেমায় কুকুরের কিছু দৃশ্য থাকবে, তবে কুকুরদের নিরাপত্তায় তাদের দৃশ্যগুলোকে জাপান গার্ডেনে শ্যুট করার পরিবর্তে বাইরে সেট বানিয়ে শ্যুট করা হবে।’

১০১ পঠিত ... ১৭:১২, নভেম্বর ২৩, ২০২৪

Top