রাস্তায় আইন ভাঙলে প্রাইভেট কার জব্দ করে নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত

১০৭ পঠিত ... ১৭:২৮, নভেম্বর ১০, ২০২৪

5

আইন ভেঙে মূল রাস্তায় উঠলে আটক করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। সম্প্রতি মিরপুর এলাকা থেকে আটক করে ১০ লাখ টাকায় ৭৮টি রিকশা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর নগর কর্তৃপক্ষ। এই নিয়ে চারদিকে নানান সমালোচনাও হচ্ছে। কেউ কেউ বলছেন, আইন ভাঙার জন্য এভাবে কোন কর্তৃপক্ষ রিকশা বিক্রি করে দিতে পারে কিনা। কেউ কেউ বলছেন, রিকশাওয়ালাদের সাথে এই ধরনের গুণ্ডামি করা গেলেও প্রাইভেট কারওয়ালাদের সাথে করা যাবে না। তবে কর্তৃপক্ষ জানাচ্ছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, শুধু রিকশা নয়, এখন থেকে প্রাইভেট কার রাস্তায় আইন ভঙ্গ করলেও জব্ধ করে নিলামে বিক্রি করে দেয়া হবে।

এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বলেন, আমরা কোনো বৈষম্যে যেতে চাই না। রিকশা বিক্রি করেছি, এবার কারও বিক্রি করব। কাউকে ছাড় দেয়া হবে না।

জানা গেছে, ট্রাফিক আইন ভাঙা, হর্ন বাজানো, যত্রতত্র পার্কিং, কাগজপত্রের সমস্যার মতো ঝামেলার কারণেও প্রাইভেট কার জব্দ করে বিক্রি করে দেবে কর্তৃপক্ষ। প্রাইভেট কার চালক ও মালিকদের সাবধান ও হুঁশিয়ার হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

রিকশা ও প্রাইভেট কার এভাবে বিক্রি করে দেয়া যৌক্তিক কিনা? এমন প্রশ্ন করছেন অনেকে। জবাবে যথাযত কর্তৃপক্ষ বলেন, এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার। ব্যবসায় সব খাটে। হাতে টাকা আসলে প্রাইভেট কার কেন, আমরা ট্রাফিক রুল ভাঙার অপরাধে নিলামে বিমানও বিক্রি করে দেব।

১০৭ পঠিত ... ১৭:২৮, নভেম্বর ১০, ২০২৪

Top