প্রকাশ্যে বাদাম খেতে গিয়ে গণপিটুনি খেলো মোহাম্মদপুরে দুই যুবক

১০১ পঠিত ... ১৭:০৭, নভেম্বর ০৫, ২০২৪

16

নো নাট নভেম্বর পালন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে থাকা বাদামবিরোধী পেট্রোল টিম। উদ্দেশ্য, পুরো মাসে কাউকে বাদাম খেতে না দেওয়া। প্রত্যেকটি এলাকায় টিমের সদস্যরা বাদামের গন্ধ পেলেই হানা দিচ্ছে, শুরু হয়েছে তাদের চুলচেরা মনিটরিং।

আজ দুপুর বারোটার দিকে মোহাম্মদপুরের টাউন হল মাঠে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। মাঠের এক কোণায় বাদাম খেতে দেখে উত্তেজিত জনতা দুই যুবককে ধরে গণপিটুনি দেয়। যদিও ভুক্তভোগী যুবকরা দাবি করেন, তারা বসে বাদাম খাচ্ছিলেন না, কেবল বাদামের গুণ নিয়ে আলাপ করছিলেন। তাদের ভাষ্যমতে, বাদাম হলো পুষ্টিকর খাবার এবং যারা বাদাম খায় না তারা জীবনের অনেক সুখ থেকে বঞ্চিত হয়। পাশ দিয়ে হাঁটতে থাকা দুজন এই আলাপ শুনে তাদের বাদাম খাওয়া নিয়ে অভিযোগ তোলেন।

অভিযোগকারীরা জানান, নভেম্বর মাসে বাদাম খাওয়া আর বাদাম নিয়ে আলাপের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আর আমরা শুনেছি আলাপের ফাঁকে ফাঁকে তারা বাসায় গিয়ে দরজা বন্ধ করে বাদাম খাবার পরিকল্পনাও করছিলেন। এই কথা শুনেই শুরু হয় পেট্রোল টিমের ক্রোধ। আশপাশের জনতা পেট্রোল টিমকে থামানোর চেষ্টা করলেও তাতে সফলতা আসেনি।

প্রত্যক্ষদর্শী এক পথচারী আমাদের সংবাদদাতাকে জানান, আমি পকেট থেকে বাদাম খেতে খেতে যাচ্ছিলাম। পুরো ঘটনাটা দেখেছি। কিন্তু বুঝতে পারলাম, এখনকার দিনে বাদাম খাওয়ার বিষয়টা গোপনীয়তার ওপর নির্ভরশীল। প্রকাশ্যে বাদামের আলাপ করলেই এমন কাণ্ড ঘটবে—এটা তো বোঝাই উচিত!

পেট্রোল টিমের এক সদস্যের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের হাতে এখন ১০০ কেজি অবৈধ বাদাম জব্দ করা হয়েছে। নভেম্বর মাস শেষে উদ্যানে বাদাম উৎসবের আয়োজন করব। যারা নিজেদের বাদাম হারিয়েছেন, তাদের সেখানেই আমন্ত্রণ জানানো হবে।

এভাবেই চলছে নো নাট নভেম্বর!

 

১০১ পঠিত ... ১৭:০৭, নভেম্বর ০৫, ২০২৪

Top